Thursday, August 21, 2025

“যেখানে জওয়ানদের মোতায়েন করা হয় সেটাই মন্দির”: হিমাচলে সেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর

Date:

দীপাবলি উপলক্ষ্যে সাতসকালেই পৌঁছে গিয়েছেন হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। লেপচাতে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলার পাশাপাশি দীপাবলি (Diwali) উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এছাড়াও সেনাদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি নিজেও সেনার পোশাকে সাজেন প্রধানমন্ত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেকারণেই দেশবাসীর চোখে সরকার তথা নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জোর চেষ্টা চালালেন মোদি।

রবিবার মোদি বলেন, গত ৩০-৩৫ বছর ধরে একটা দীপাবলিও আসেনি যে আমি আপনাদের সঙ্গে কাটাইনি। আমি যখন সিএম বা পিএম ছিলাম না তখনও সীমান্তে যেতাম। সুরক্ষা বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করতাম। মোদি বলেন, যেখানে সেনা জওয়ানদের মোতায়েন করা থাকে সেটা মন্দিরের থেকে কম কিছু নয়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে নমো লিখেছেন, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীদের সঙ্গে দেওয়ালি কাটানোর বিষয়টি আমার কাছে অন্য অভিজ্ঞতা এনে দিল। এটা আবেগের ব্যাপার। পরিবার থেকে অনেক দূরে দেশের এই অভিভাবকরা তাঁদের আত্মত্য়াগের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করেন। মোদি এদিন আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অতুলনীয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে তাঁরা কাজ করেন। পরিবার থেকে অনেক দূরে থেকে তাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেন। আমাদের জীবনকে সুরক্ষিত রাখেন। ভারত চিরদিন তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি যেভাবে ভারতের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য সেনারা কাজ চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন মোদি।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, আমাদের সাহসী সেনারা সীমান্ত পাহারা দেন। তাঁদের জন্য এই দেশ সুরক্ষিত। হিমালয়ের মতো সুরক্ষা বলয় তৈরি করেন তাঁরা। তবে এখানেই থামেননি তিনি। মোদি এদিন আত্মনির্ভর ভারতের কথাও তুলে ধরেন। তিনি জানান, ৫০০ মহিলা অফিসারকে পার্মানেন্ট কমিশনে নিয়োগ করা হয়েছে। রাফালের মতো প্লেন চালাচ্ছেন ভারতের মহিলা পাইলটরা।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version