Tuesday, December 23, 2025

সন্ধেয় মহানগরে শব্দদৈ.ত্য নিয়ন্ত্রণে, নি.ষিদ্ধ বাজিতে ক.ড়া হুঁ.শিয়ারি পুলিশের

Date:

Share post:

শব্দদৈত্যকে প্রায় বোতল বন্দি করা গেলেও দূষণের মাত্রাকে বাঁধা গেল কি? এর উত্তর পাওয়া যাবে সোমবার। তবে কালীপুজোর সন্ধে থেকে শব্দবাজির দাপট মহানগরের যথেষ্টই কম। নিষিদ্ধ বাজি ফাটালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতা পুলিশের (Police)।

আদালতের নির্দেশ মেনে, এবারের শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে প্রশাসন। তাও সন্ধে আটটা থেকে রাত দশটা মাত্র দু ঘণ্টার জন্য। তবে, চারিদিকে রং বেরংয়ের আলোর মালা জ্বলে ওঠে সন্ধে নামতেই। সঙ্গে সঙ্গেই নানা দিক থেকে চোখে পড়ছে আতসবাজির রোশনাই। খাস কলকাতায় অন্যান্য বছরের তুলনায় চকলেট বম্ব বা পটকার আওয়াজ কম শোনা যাচ্ছে।

তবে, মাঝে মধ্যেই আকাশে উড়ে যাচ্ছে উজ্জ্বল সেল। প্রকোপ কমলেও শহরের সীমানা ছাড়লেই মাঝেমধ্যেই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। সেগুলোর উৎস কী তার স্পষ্ট নয়। যদিও অতীতের কয়েক বছরের চ্যালেঞ্জকে মাথায় রেখে এ বার আলাদা করে শহরের বহুতলগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

লালবাজার সূত্রের খবর, শনিবার রাত থেকেই চিহ্নিত কিছু বহুতলের ছাদে পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে। শুক্র এবং শনিবার বিভিন্ন আবাসন কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে বৈঠকও করেছে পুলিশ। যখন-তখন বাজি না ফাটানো এবং ছাদে ওঠার ক্ষেত্রে নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে তাঁদের। এলাকায় কতগুলি বসত বহুতল রয়েছে, তার তালিকা তৈরি করে সেগুলিতে বাজি ফাটানোর জন্য আলাদা জায়গা চিহ্নিত করা রয়েছে কি না, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে থানার ওসি-দের।

কলকাতার নগরপাল বিনীত গোয়েল একটি বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পুজোর দিন সকাল ৭টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সাউন্ড বক্স এবং মাইক বাজানোয় ছাড় থাকবে। সোমবার ছাড় থাকবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

এছাড়া জরুরি ঘোষণার জন্য মাইক ব্যবহার করা যাবে। নিয়মভঙ্গ হলেই কলকাতা পুলিশ আইনের ৪৩ডি এবং ক্যালকাটা সাবার্বান পুলিশ আইনের ১৭ডি ধারায় মামলা করা হবে। এর পাশাপাশি, বেআইনি বাজি ব্যবহারের জন্য ধরা পড়লে বিস্ফোরক আইনে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আদালত বাজি ফাটানোর যে সময় বেঁধে দিয়েছে, তার বাইরে ফাটালেও একই রকম পদক্ষেপ করার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার।

spot_img

Related articles

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...

মানুষের জীবনের মূল্য দিতে হবে, দূষণ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

শীতকালে দূষণ দেশের বিভিন্ন রাজ্যেই একটা বড় সমস্যা।  মুম্বইয়ের দূষণ(Maharashtra Pollution) পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের। দিল্লির...

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের বাড়ির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West...

প্রত্যন্ত এলাকার মানুষকে শুনানির নোটিশ! হয়রানির প্রতিবাদে কমিশনে তৃণমূল

দ্বীপ এলাকার বাসিন্দাদের নির্বাচন কমিশনের শুনানির জন্য হাজির হতে হবে সরকারি দফতরে। তাও সেটা খুবই সামান্য নামের বানানের...