Sunday, August 24, 2025

দীপাবলিতে দুঃ.সংবাদ! প্র.য়াত তৃণমূল নেতা রাম পেয়ারি রাম, শো.কের ছায়া বন্দর এলাকায়

Date:

প্রয়াত কলকাতা পুরসভার (KMC) কাউন্সিলর তথা তৃণমূল নেতা (TMC Leader) রাম পেয়ারি রাম (Ram Pyare Ram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। এদিকে গত সোমবার রাম পেয়ারি রামের শ্বাসকষ্ট বাড়ে এবং বুকে সংক্রমণ দেখা দেয়। এমন অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানলেন তিনি।

কলকাতা পুরসভার অন্তর্গত ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। একটানা ১১ বার তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। রাজ্যের সরকার বদলের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন তিনি। এর পর স্ত্রী হেমা রামকে নিয়ে শিবির বদল করেন। তারপর থেকে বন্দর এলাকার অধীনস্থ ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতার বন্দর এলাকায়। ওই এলাকায় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতা হিসাবে সুপরিচিত ছিলেন তিনি।

তবে রামপেয়ারির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। এদিন সকালেই দলের নেতার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম। পরিবার সূত্রে খবর, গত বছর পথ দুর্ঘটনা রামপেয়ারির পুত্রের মৃত্যু হয়। তারপর থেকেই তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। যার জেরে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তৃণমূল নেতার। ওই দিন তাঁর মরদেহ প্রথমে বিধানসভায় আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

 

 

 

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version