Friday, May 16, 2025

ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইনে বসতি স্থাপনের নি.ন্দা প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের, সমর্থন ভারতের

Date:

ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইনে বসতি স্থাপনের নিন্দা জানিয়ে প্রস্তাব এনেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই প্রস্তাবের সমর্থনে ভোট দিল ভারত-সহ অধিকাংশ সদস্য রাষ্ট্র। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ইজরায়েল-হামাসের মধ্যে চলতি সংঘাতে যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রপুঞ্জে জর্ডনের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে গরহাজির থেকেছিল ভারত। ভারতের সেই অবস্থান নিয়ে চর্চা শুরু হয় দেশে-বিদেশে। কেন্দ্রের শাসকদল বিজেপির সমালোচনায় সরব হয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। এ বার ভারত রাষ্ট্রপুঞ্জে বসতি স্থাপন নিয়ে নিন্দা প্রস্তাবের সমর্থনে ভোট দিয়ে ইজরায়েল-হামাস সংঘাতে ‘ভারসাম্যের নীতি’ বজায় রাখল।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষায় জোর দিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “যখন সন্ত্রাসবাদ আমাদের ক্ষতি করে, তখন সেটিকে গুরুত্ব দেব, আর অন্যরা সন্ত্রাসবাদের শিকার হলে, সেটাকে গুরুত্ব দেব না— এমন অবস্থান নিলে আমাদের কোনও বিশ্বাসযোগ্যতা থাকবে না।” অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে ভারত ভোট দেওয়ায়, তার প্রশংসা করে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লেখেন, খুব খুশি যে ভারত এই প্রস্তাবনার সপক্ষে ভোট দিল। ইজরায়েল যেভাবে বসতি স্থাপন করে প্য়ালেস্তাইন অধিগ্রহণ করছে, তা বেআইনি। ইজরায়েলের এই বিচ্ছিন্নতাবাদ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version