Monday, May 5, 2025

রাম পেয়ারে রামের মৃত্যুর খবর মধ্যেই আরেক শোক সংবাদ। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ CPIM নেতা বাসুদেব আচারিয়া (Basudev Acharya)। বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছরের বাম নেতা। সোমবার, দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ প্রয়াত হন। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ বাম নেতা ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার (Basudev Acharya) মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং দক্ষ সাংসদ ছিলেন। তাঁর মৃত্যু একটি ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”

১৯৪২ সালের ১১ জন্ম পুরুলিয়ায় জন্ম বাসুদেব আচারিয়ার। ছাত্রাবস্থায় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ দিন সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব। ছিলেন শ্রমিক সংগঠনের দক্ষ নেতা।

১৯৮০ সালের বাঁকুড়া কেন্দ্র থেকে CPIM প্রার্থী করতে চেয়েছিল বিমান বসুকে। কিন্তু ভোটে লড়বেন না বলে জানিয়ে দেন বিমান। সেই সময়ে বিমান বসুই বাসুদেব আচারিয়াকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। ২০১৪ পর্যন্ত বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। কিন্তু সেই বছর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান। গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে সেকেন্দ্রাবাদে থাকতেন বাসুদেব। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, প্রয়াত নেতার এক কন্যা বিদেশে থাকেন। তিনি মঙ্গলবার ফিরবেন। তার পর সেখানেই বাসুদেব আচারিয়ার শেষকৃত্য হবে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version