Monday, August 25, 2025

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা বাসুদেব আচারিয়া, শো.কজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

রাম পেয়ারে রামের মৃত্যুর খবর মধ্যেই আরেক শোক সংবাদ। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ CPIM নেতা বাসুদেব আচারিয়া (Basudev Acharya)। বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছরের বাম নেতা। সোমবার, দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ প্রয়াত হন। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ বাম নেতা ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার (Basudev Acharya) মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং দক্ষ সাংসদ ছিলেন। তাঁর মৃত্যু একটি ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”

১৯৪২ সালের ১১ জন্ম পুরুলিয়ায় জন্ম বাসুদেব আচারিয়ার। ছাত্রাবস্থায় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ দিন সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব। ছিলেন শ্রমিক সংগঠনের দক্ষ নেতা।

১৯৮০ সালের বাঁকুড়া কেন্দ্র থেকে CPIM প্রার্থী করতে চেয়েছিল বিমান বসুকে। কিন্তু ভোটে লড়বেন না বলে জানিয়ে দেন বিমান। সেই সময়ে বিমান বসুই বাসুদেব আচারিয়াকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। ২০১৪ পর্যন্ত বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। কিন্তু সেই বছর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান। গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে সেকেন্দ্রাবাদে থাকতেন বাসুদেব। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, প্রয়াত নেতার এক কন্যা বিদেশে থাকেন। তিনি মঙ্গলবার ফিরবেন। তার পর সেখানেই বাসুদেব আচারিয়ার শেষকৃত্য হবে।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version