Monday, January 5, 2026

কুণালের থ্রিলার উপান্যাস নিয়ে এবার ওয়েব সিরিজ! বাংলাদেশ-ভারতের OTT-তে

Date:

Share post:

আর বইয়ের মলাটে আটকে নেই তাঁর লেখা, এবার ওয়েব সিরিজ হচ্ছে রাজনীতিবিদ তথা সাংবাদিক কুণাল ঘোষের (Kunal Ghosh) ক্রাইম থ্রিলার নিয়ে। কুণালের লেখা বই ‘পথ হারাব বলেই’-কে ভিত্তি করেই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘লহু‘। তবে, ভারতের নয়, বাংলাদেশের প্রযোজনা সংস্থা ওয়েব প্ল্যাটফর্ম চরকি-তে আসছে এই সিরিজ। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার (Sohini Sarkar) আর বাংলাদেশের চর্চিত অভিনেতা আরফিন শুভ (Arfeen Shubho)। সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তাঁর অভিনয় বহুল আলোচিত। সিরিজটির পরিচালনা করছেন ‘কিশমিশ’, ‘দিলখুশ’-র পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

এক মাওবাদী নেত্রী। বনে-জঙ্গলে ঘুরে সংগঠন তৈরি করছেন। থাকছেন গা ঢাকা দিয়ে। এই পরিস্থিতিতে উপস্থিত হলেন এক পুলিশ অফিসার। দক্ষ, তব রূঢ় নন। ঘুরছেন ছদ্মবেশে। এরপর চলল চোর-পুলিশ থুড়ি সন্ত্রাসীবাদী-পুলিশ লুকোচুরি। তাহলে কি মুখোমুখি দেখা হল মাওবাদী নেত্রীর সঙ্গে? কী পথে এগোয় তাঁদের রসায়ন! সেই নিয়েই এগিয়েছে কুণাল ঘোষের লেখা ক্রাইম থ্রিলার ‘পথ হারাব বলেই’। আর তাকে ভিত্তি করেই ওয়েব সিরিজটি তৈরি করছেন রাহুল মুখোপাধ্যায়।

সিনেমা-ওয়েব সিরিজ সবেতেই এই মুহূর্তের অতি জনপ্রিয় মুখ সোহিনী সরকার। সদ্য ব্যোমকেশে তাঁকে দেখা গিয়েছে সত্যবতী হিসেবে। এবার একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করবেন তিনি। সঙ্গে আরফিন শুভ। ‘মুজিব’-এর নাম ভূমিকায় শুভর অভিনয় মনে দাগ কেটেছে দর্শকদের মনে। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘আহারে’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

রাহুলের আগের দুটি ছবিতেই ছিল প্রেমের ছড়াছড়ি। আর এই সিরিজ একেবারে প্রেম বর্জিত। কুণালের লেখা (Kunal Ghosh) উপন্যাসের থ্রিলারধর্মী ছন্দকে পর্দায় ধরতে চেয়েছেন পরিচালক। ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে শুটিং। কলকাতা ছাড়াও শিলংয়ের অনেক জায়গাতেই যাবে ‘লহু’র টিম।

spot_img

Related articles

নাগরিকত্ব না থাকলে ভোটার তালিকাতেও নয়! মতুয়াদের কোপ বিজেপির সর্বভারতীয় নেতার

এসআইআর করে যেভাবে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন তাতে...

তৃণমূলের ৪০০ BLA-2-কে সংবর্ধনা, বিধানসভা ভোট উপলক্ষ্যে মন্ত্রীর থিম সং লঞ্চ

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার বুথ স্তরে দলের বিএলএ ২...

অভিষেকের হস্তক্ষেপে রূপশ্রী অনুদান প্রক্রিয়া! মিলা নাগাশিয়ার নথি সংগ্রহ বিধায়কের 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে রূপশ্রীর অনুদান না পাওয়া দুই মহিলা চা শ্রমিকের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন...

সম্প্রীতির লিট্টি-চোখা উৎসব: বিভেদের রাজনীতিকে কটাক্ষ তৃণমূলের

শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশে বিভেদের বিষ ছড়িয়েছে বিজেপি। তবে বাংলাতেই সেই বিষ প্রতিহত হয়েছে। এর পিছনে গুরুত্বপূর্ণ...