Sunday, December 28, 2025

কুণালের থ্রিলার উপান্যাস নিয়ে এবার ওয়েব সিরিজ! বাংলাদেশ-ভারতের OTT-তে

Date:

Share post:

আর বইয়ের মলাটে আটকে নেই তাঁর লেখা, এবার ওয়েব সিরিজ হচ্ছে রাজনীতিবিদ তথা সাংবাদিক কুণাল ঘোষের (Kunal Ghosh) ক্রাইম থ্রিলার নিয়ে। কুণালের লেখা বই ‘পথ হারাব বলেই’-কে ভিত্তি করেই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘লহু‘। তবে, ভারতের নয়, বাংলাদেশের প্রযোজনা সংস্থা ওয়েব প্ল্যাটফর্ম চরকি-তে আসছে এই সিরিজ। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার (Sohini Sarkar) আর বাংলাদেশের চর্চিত অভিনেতা আরফিন শুভ (Arfeen Shubho)। সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তাঁর অভিনয় বহুল আলোচিত। সিরিজটির পরিচালনা করছেন ‘কিশমিশ’, ‘দিলখুশ’-র পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

এক মাওবাদী নেত্রী। বনে-জঙ্গলে ঘুরে সংগঠন তৈরি করছেন। থাকছেন গা ঢাকা দিয়ে। এই পরিস্থিতিতে উপস্থিত হলেন এক পুলিশ অফিসার। দক্ষ, তব রূঢ় নন। ঘুরছেন ছদ্মবেশে। এরপর চলল চোর-পুলিশ থুড়ি সন্ত্রাসীবাদী-পুলিশ লুকোচুরি। তাহলে কি মুখোমুখি দেখা হল মাওবাদী নেত্রীর সঙ্গে? কী পথে এগোয় তাঁদের রসায়ন! সেই নিয়েই এগিয়েছে কুণাল ঘোষের লেখা ক্রাইম থ্রিলার ‘পথ হারাব বলেই’। আর তাকে ভিত্তি করেই ওয়েব সিরিজটি তৈরি করছেন রাহুল মুখোপাধ্যায়।

সিনেমা-ওয়েব সিরিজ সবেতেই এই মুহূর্তের অতি জনপ্রিয় মুখ সোহিনী সরকার। সদ্য ব্যোমকেশে তাঁকে দেখা গিয়েছে সত্যবতী হিসেবে। এবার একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করবেন তিনি। সঙ্গে আরফিন শুভ। ‘মুজিব’-এর নাম ভূমিকায় শুভর অভিনয় মনে দাগ কেটেছে দর্শকদের মনে। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘আহারে’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

রাহুলের আগের দুটি ছবিতেই ছিল প্রেমের ছড়াছড়ি। আর এই সিরিজ একেবারে প্রেম বর্জিত। কুণালের লেখা (Kunal Ghosh) উপন্যাসের থ্রিলারধর্মী ছন্দকে পর্দায় ধরতে চেয়েছেন পরিচালক। ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে শুটিং। কলকাতা ছাড়াও শিলংয়ের অনেক জায়গাতেই যাবে ‘লহু’র টিম।

spot_img

Related articles

‘ভূমিকম্পের আগে’, উৎপল সিনহার কলম 

বাইরে আমি হিরো হলেও ঘরে কুনো ব্যাঙ... কুনো ব্যাঙকে নিয়ে যারা মজা-মস্করা করেন তাঁদের এবার একটু সতর্ক হওয়া উচিত। কেননা...

বিষ্ণুপুরের জিতের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, অভিনেতা মঞ্চ ছাড়তেই ভাঙচুর শুরু

৩৮তম বিষ্ণুপুর মেলায় (Bishnupur Mela) সুপারস্টার অভিনেতা জিতের (Jeet) অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা। টলিউড তারকাকে দেখতে ভিড় এতটাই বেড়ে...

উইক এন্ডে রোজগার দ্বিগুণ, অন্ধ্রপ্রদেশে কুমোররাও খুঁজে পেয়েছেন নতুন পথ

এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে তথ্য প্রযুক্তি একসময় গ্রামের যুবকদের গ্রাম ছাড়া করেছিল, ভুলিয়ে দিয়েছিল পূর্বপুরুষের...

খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি, অতি সংকটজনক পরিস্থিতি বলছেন চিকিৎসকরা

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া Former Prime Minister of Bangladesh and BNP Chairperson...