Friday, August 22, 2025

পরীক্ষায় টোকাটুকি রোখার নামে ফের ধর্মীয় মেরুকরণের অভিযোগ উঠল কর্নাটকে (Karnataka)। সরকারি চাকরির পরীক্ষাকেন্দ্রে হিজাব (Hijab) পরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, টুপি বা মাথা ঢাকা পোশাক পরেও ঢোকা যাবে না পরীক্ষার হলে। কোনও ধরনের গয়না পরাতেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে, হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপে মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে মহিলাদের।

কর্নাটকে ক্লাসরুমে হিজাব (Hijab) পরায় নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় হয় দেশ। পোশাকবিধির জেরে পরে বিধানসভা নির্বাচনেও। পদ্ম ছেড়ে হাত ধরেন কর্নাটকের জনতা। তবে, ফের সেই হিজাব নিয়েই নিষেধাজ্ঞা জারির কর্নাটক (Karnataka) সরকারের। এই অক্টোবরেও হিজাব পরেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারতেন পরীক্ষার্থীরা। কিন্তু এই মাস থেকে হিজাব-সহ বেশ কয়েকটি পোশাকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারচুপি রুখতেই এই পদক্ষেপ বলে সাফাই পরীক্ষা আয়োজনকারী সংস্থার। তাদের দাবি, বেশ কয়েকটি পরীক্ষায় ব্লুটুথ ইয়ারপডের মতো গ্যাজেট নিয়ে ঢোকেন পরীক্ষার্থীরা। সেই কারণেই মুখ, মাথা, কান ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

এর পাশাপাশি এতদিন কর্নাটকে পরীক্ষাকেন্দ্রে গয়না পরে ঢোকা নিষিদ্ধ ছিল। তবে. হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবির জেরে মহিলাদের মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আর কোনও রকম গয়না পরতে পারবেন না পরীক্ষার্থীরা। এছাড়াও হাই হিল, জিন্স-টিশার্ট পরতে পারবেন না মহিলারা। কেবল হাফ শার্ট ও প্যান্ট পরতে হবে পুরুষদের, কিন্তু শার্ট গুঁজে পরতে পারবেন না। তবে, কারণ যাই হোক, এই নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক কর্নাটক জুড়ে।


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version