Sunday, November 16, 2025

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার সব দায় যেন বাবর আজমের! পাকিস্তানের অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার কেন্দ্রে বাবর। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়া পাকিস্তান দলের ভরাডুবির জন্য দায়ি করা হচ্ছে বাবরকে। পরিস্থিতি এমনই যে বাবর হারাতে পারেন নেতৃত্বও।

বাবরের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব। একটি ইউটিউব পডকাস্টে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল বলেছেন, বাবরকে সাম্প্রতিক ফর্ম দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না।

প্রসঙ্গত, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল টানা দুটি জয় দিয়ে। তবে পরের চারটি ম্যাচে হেরে যায় তারা। এরপর দুটি ম্যাচ জিতে আবার নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাবর আজমের দল। অধিনায়ক বাবরও ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। ৯ ম্যাচে চারটি অর্ধশতক সহ ৪০ গড়ে করেছেন ৩২০ রান। তাঁর অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘আপনি আজ যদি বলেন বাবর আজম অধিনায়ক হিসেবে ঠিক পছন্দ নয়, তার মানে আপনি তার সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। সে সেই একই অধিনায়ক আছে, যে কিনা ছয় মাস আগে পাকিস্তানকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল বানিয়েছিল।’

কপিল দেব এরপর যোগ করেন, ‘কেউ যখন শূন্য রানে আউট হয়, ৯৯ শতাংশ মানুষ চাইবে তাকে বাদ দেওয়া হোক। আবার কোনও সাধারণ মানের খেলোয়াড় এসে যদি দুর্দান্ত একটি শতরান করে, তাকেই মানুষ তারকা বলবে। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাবেন না। খেলাটার প্রতি তার মনোভাব কী, তার আবেগ কতটা এবং সে কতটা প্রতিভাবান; সেটাই দেখুন।’

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version