শিশু দিবসে শুভেচ্ছা বার্তা মমতা – অভিষেকের

আজ রাজ্যের সর্বত্রই শিশু দিবস পালন করা হচ্ছে। বিভিন্ন স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিশু দিবস (Children’s day) উপলক্ষে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, শিশুরাই আশার আলো, শিশুরাই ভবিষ্যতের আলোকবর্তিকা। শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)।পাশাপাশি জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা।

আজ রাজ্যের সর্বত্রই শিশু দিবস পালন করা হচ্ছে। বিভিন্ন স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিশুদের মানসিক বিকাশ গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। ১৯৬৪ সালের ২৭ মে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মৃত্যুর পর শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসার জন্য ঠিক হয় ১৪ নভেম্বর তাঁর জন্মদিনে ভারতে পালিত হবে শিশু দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয় বিভিন্ন সময়। ১ জুন পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। এদিন শিশুদের সঙ্গে ছবি পোস্ট করে ‘চিলড্রেন্স ডে’র শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।