Thursday, August 28, 2025

দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে ভয়াবহ অ.গ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্ব.লছে ট্রেনের বগি!

Date:

ফের রেল দুর্ঘটনা (Rail disaster)। এই নিয়ে ছয় মাসে পাঁচ বার। এবার উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে (Delhi Dwarbhanga Express) ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে স্লিপার কোচের তিনটি বগি। ছট পুজোর আবহে ভিড়ে ঠাসা ট্রেনে অগ্নিকাণ্ডের (Fire incident in Train) ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন থেকে বাঁচতে লাইনে ঝাঁপ দেন যাত্রীরা। হতাহতের খবর মেলেনি, সকলকে নিরাপদে সেখান থেকে সরানো গেছে বলেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের এটাওয়াতে সরাই ভূপত স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেলের আধিকারিকদের পাশাপাশি দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

একবার বা দুবার নয় বিগত ছয় মাসে এ নিয়ে পাঁচ বার দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। বালেশ্বর, মাদুরাই, বক্সার, বিশাখাপত্তনমের পর এবার এটাওয়াতে ট্রেন দুর্ঘটনা। দিল্লি থেকে দ্বারভাঙা যাওয়ার পথে আগুন লাগে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তিনটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যদিও এর উৎস সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে দুর্ঘটনা যেন আরও একবার ভারতীয় রেলের হতশ্রী চেহারাটাকে প্রকাশ্যে এনে দিল। যাত্রীদের নিরাপত্তায় উদাসীন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একাধিকবার ট্রেন বিপর্যয়ের সাক্ষী থেকেছে দেশ। এবার উৎসবের মরশুমে অঘটন ! আতঙ্কিত যাত্রীরা বলছেন, ট্রেনে এমনিতেই সঠিক পরিষেবা পাওয়া যায় না তার উপর যাত্রীদের নিয়ে যদি এভাবেই উদাসীন থাকে কর্তৃপক্ষ তাহলে ক্রমশ দুর্ঘটনার খবর বাড়তেই থাকবে।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version