Saturday, November 8, 2025

চাঁদা তোলার নামে দা.দাগিরি! আটকাতে গিয়ে মাথা ফা.টল পুলিশ সুপারের, গ্রে.ফতার ৩

Date:

পুজো এলেই চাঁদার জুলুমে অস্থির হয়ে ওঠেন শহরবাসী। এবার ধূপগুড়িতে (Dhupguri) কালীপুজোকে (kali puja) কেন্দ্র করে চাঁদা তোলার নামে তাণ্ডব চালাল এলাকারই কয়েকজন যুবক। রাস্তা আটকে জোর করে চাঁদা তোলার অভিযোগ। আর তা না চলে হুমকি, গালিগালাজ। এরপর অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পৌঁছলে পুলিশ সুপারকেও (Police Super) রেয়াত করা হয়নি। সূত্রের খবর, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল পুলিশ সুপারের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এদিন অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

ধূপগুড়ি আংরাভাসা এলাকায় রাস্তা আটকে চাঁদা তুলছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। খবর পেয়ে চাঁদার জুলুম আটকাতে সেখানে গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া ও পুলিশের একটি দল। পরে ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় ওই দুষ্কৃতীরা চড়াও হয় পুলিশ সুপারের উপর। অভিযোগ, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়ার। আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

পুলিশ সুপারের দেহরক্ষী জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে ওই যুবকরা। হাতাহাতি শুরু করে। সুপার ওয়াংডেন ভুটিয়া গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে এগিয়ে আসতেই পুলিশ সুপারের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে তাঁর মাথা ফাটিয়ে দেয় ওই যুবকরা। এদিকে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তদের খোঁযে শুরু হয়েছে তল্লাশি।

 

 

 

 

Related articles

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...
Exit mobile version