Thursday, August 28, 2025

ভারতীয় শিবিরে ধাক্কা, অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেই এই অলরাউন্ডার

Date:

বিশ্বকাপ ফাইনালে নামার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। চোটের জন‍্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল হার্দিক পান্ডিয়া। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সিরিজ নয় দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দলে কামব‍্যাক করবেন তিনি। তবে সূত্রের খবর, হার্দিকের যা চোটের অবস্থা, তাতে প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলতে পারবেন না হার্দিক। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে চারটি টি-২০ ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০ ডিসেম্বর থেকে শুরু সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

জানা যাচ্ছে, দু’সপ্তাহ আগে এনসিএ-র ফিজিক্যাল কন্ডিশনিং কোচের অধীনে ভারতীয় অলরাউন্ডারকে নেটে বল করানো হয়। তাঁকে প্রথমে কম গতিতে তিনটি বল করতে নির্দেশ দেওয়া হয়। তাতে কোনও সমস্যা হয়নি হার্দিকের। তারপর কিছুটা গতি বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়। আর তাতেই নাকি ধরা পরে সমস্যা। বল করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন হার্দিক। আবার স্ক্যান করানো হয় তাঁর। সূত্রের খবর, হার্দিকের চোট নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে চাইছেন না বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যেরা। আগামী সপ্তাহে হার্দিকের চোটের আবার পরীক্ষা করা হবে। আর এক্ষেত্রে জানা যাচ্ছে, প্রত্যাশা মতো উন্নতি না হলে তাঁকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিতে পারেন চিকিৎসকেরা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান হার্দিক। ফলো থ্রুতে বল আটকাতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। চিকিৎসার জন্য হার্দিককে পাঠানো হয় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। তারপর থেকে সেখানেই রিহ‍্যাবে আছেন হার্দিক।

আরও পড়ুন:শাহিন নয়, বাবরকেই অধিনায়ক হিসাবে চেয়েছিলেন আফ্রিদি

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version