Thursday, November 13, 2025

তিন দিনের বিশেষ সফরে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে হাজির ছিলেন তারকা। এরপর একাধিক বলিউড (Bollywood ) স্টারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। তবে সর্বশেষ চমকটা বাকি রেখেছিলেন শাহরুখ খান(Shahrukh Khan)। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় রাতে বাদশাহি প্যালেসে আসবেন বেকহ্যাম (David Beckham)। সেইমতো আঁটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা। বেশ কয়েকজন বিটাউন সেলিব্রেটির উপস্থিতির কথাও জানা যাচ্ছে। যদিও যেভাবে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল তাতে মনে করা হচ্ছে ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন বলিউড বাদশা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মন্নতে প্রবেশ করেন বেকহ্যাম।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে যখন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনালে যাওয়ার লড়াই চলছিল তখন মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজনের প্রস্তুতি ছিল তুঙ্গে। কারণ সেখানেই বিনোদন আর ফুটবলের দুই পৃথিবীর দেখা হল। ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede stadium) বয়কট করেছে শাহরুখ খানকে, তাই ফুটবল সুপারস্টারের সঙ্গে বলিউড সুপারস্টারের মুখোমুখি সাক্ষাৎ হল মন্নতে।সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। একজন মাঠে দাপিয়ে বেরিয়েছেন। অপরজন বক্স অফিসের বেতাজ বাদশা। দুই কিংবদন্তি (Shah Rukh Khan-David Beckham) এবার এক ছাদের তলায়। শাহরুখের সঙ্গে আলাপচারিতা,গল্পে, রসিকতায় মেতে উঠলেন ইংল্যান্ড ফুটবলের প্রাক্তন তারকা। ইউনিসেফের (UNICEF) ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India Tour) সফরে এসেছিলেন বেকহ্যাম। শুক্রবার ভোররাতেই শহর ছাড়েন তিনি। বুধবার খেলা দেখার পরে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতেও গেছিলেন। সেখানে অবশ্য শাহরুখ ছিলেন না।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version