Wednesday, November 12, 2025

বাড়ল অ.স্বস্তি! ৭২ ঘণ্টার মধ্যে ISF বিধায়ক নওশাদকে হাজিরার নির্দেশ গড়ফা থানার

Date:

আগেই চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য (Non Bailable) ধারায় দায়ের হয়েছে মামলা। এবার আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) হাজিরার নির্দেশ। জানা গিয়েছে, দিন কয়েক আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ির চালকের (Driver) বিরুদ্ধে গড়ফা থানায় (Garfa Police Station) জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়কের চালকের বিরুদ্ধে। অন্য একটি গাড়িতে ধাক্কা মারা ও বচসায় জড়ানোর অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, এদিন গাড়িতে বিধায়ক নওশাদ নিজেও ছিলেন। পরিস্থিতি সামলাতে গাড়ি থেকে নেমে এসেছিলেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবার সেই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসির ৪১ ধারায় নোটিশ পাঠিয়ে পুলিশ সাফ জানায়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে গড়ফা থানায় হাজিরা দিতে হবে নওশাদকে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতির গাড়ির চালককে চড় মারার অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল গড়ফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে। নওশাদের চালকর বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে গড়ফা থানায়।

মঙ্গলবার দুপুরে ইএম বাইপাসের উপর দু’টি গাড়ির রেষারেষি চলছিল বলে অভিযোগ। তার মধ্যে একটি গাড়ি ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকির। তখনই বিচারপতির গাড়িতে নওশাদের গাড়ি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। সেখান থেকেই দুই চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারপরই নওশাদের চালক সপাটে চড় মারে বিচারপতির গাড়ির চালককে। তখন পরিস্থিতি বেগতিক দেখে নওশাদ গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলান। কিন্তু এই ঘটনায় গড়ফা থানায় নওশাদ, তাঁর নিরাপত্তারক্ষী এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসি’‌র ৪১ ধারায় নোটিশ পাঠায় পুলিশ। তবে এই নোটিশ পেয়ে মোটেই খুশি নন আইএসএফ বিধায়ক।

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version