Saturday, November 8, 2025

মধ্যপ্রদেশে নির্বাচনী দায়িত্বে এসে মৃত পুলিশ সহ ২, ছত্তিশগড়ে উদ্ধার ৫ কেজির আইইডি বিস্ফোরক

Date:

Share post:

দেশের দুই রাজ্যে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে সকাল থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। এ রাজ্যে ভোট শুরু হওয়ার আগে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেল। তাঁদের মধ্যে এক জন হলেন পাঞ্জাব পুলিশের কনস্টেবল এবং অন্য জন হলেন মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক। অন্যদিকে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে পাঁচ কেজির দুটি আইইডি বিস্ফোরক উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মাওবাদীরা নির্বাচন বানচাল করতে মজুত করেছিল এই বিস্ফোরক। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই তা উদ্ধার করে পুলিশ।

পাঞ্জাব পুলিশের কনস্টেবল জরনেল সিং, মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক ভীমরাওয়ের মৃত্যু হয়েছে। জরনেল সিং বৃহস্পতিবার টিকমগড়ে বুথ পাহারার দায়িত্বে ছিলেন। এবং ভীমরাও বেটুল এলাকার একটি ভোটকেন্দ্রে পরিদর্শক হিসাবে কাজ করছিলেন। ভোটের দায়িত্বে থাকাকালীন আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাঞ্জাবের ওই পুলিশকর্মীর। এরপর ওই একই দিনে মধ্যপ্রদেশ সরকারের কর্মী ভীমরাও বুকে যন্ত্রনার নিয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎকরা তাঁকে মৃত বলে জানান।

এদিকে, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক বছর চল্লিশের মহিলা, রঞ্জিতা ডোংরা উজ্জয়িনীতে ভোট সংক্রান্ত সামগ্রী সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর। আজ মধ্যপ্রদেশের ৬৪হাজার ৫২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...