Thursday, August 28, 2025

যেমন ভাবা হয়েছিল, সেই মতো চলছে না ব্যবসা। আর সেকারণে ফের কর্মী ছাঁটাইয়ের(Layoff) রাস্তায় হাঁটতে চলেছে ই কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। না তবে এই কোপ অ্যামাজনের ডেলিভারি বয়দের উপর পড়বে না। চাকরি যাচ্ছে অ্যামাজন-এর ‘অ্যালেক্সা’ (Alexa) ডিভাইসের আওতায় থাকা কমপক্ষে ১০০ কর্মীদের। অ্যামাজন জানিয়েছে, ‘অ্যালেক্সা’ নামে যে ডিভাইস একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল, সেই ব্যবসার হাল বর্তমানে আশানুরূপ নয়। আর সে কারণেই ওই শাখার কর্মীদের ছাঁটাই করা হবে। তবে চাকরি বাতিল হওয়ার খবরে কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

তবে অ্যামাজন সাফ জানিয়েছে, আর অ্যালেক্সা নয়, এবার জেনেরাটিভ এআই-এর ওপর গুরুত্ব দেওয়া হবে। এই ডিভাইসে একসঙ্গে অনেককিছুর সুবিধা পাওয়া যায়। লেখা, ছবি, ভিডিয়ো সবকিছুর সুবিধা মেলে সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুগে ক্রমশ পিছিয়ে পড়ছে অ্যালেক্সা। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতার বাজারে অনেক সংস্থাই এই প্রযুক্তির ক্ষেত্রে বদল আনছে বলেও দাবি অ্যামাজনের।

অ্যালেক্সা নামে অ্যামাজনের তৈরি ওই ডিভাইস বাজারে এসেছে প্রায় এক দশক আগে। এটি মূলত একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তবে শুরু থেকে এই ডিভাইসের জনপ্রিয়তা থাকলেও সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না অ্যালেক্সা। আর সেকারণেই কর্মীদের ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা। অ্যামাজনের দাবি, এই ধরনের ডিভাইসের ব্যবসায় আর খুব একটা লাভ হবে না। তাই নতুন প্রযুক্তির উপর জোর দিতে চাইছে তাঁরা।

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version