Sunday, November 9, 2025

পাহাড়ি কন্যা হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির বধূ, বিয়ের আসর কার্শিয়ঙে

Date:

২০২২-র মার্চে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম জানিয়েছিলেন, এক পাহাড়ি কন্যা তাঁর পরিবারের বধূ হবেন। কৌতূহল শুরু হয় তখন থেকেই। এবার প্রকাশ্যে খবর, মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষা ছেত্রীর। আবেশের সঙ্গে একই কলেজে ডাক্তারি পড়ছেন তিনি।

ভেদাভেদ নয়, বাংলার সব প্রান্তের মানুষদের একজোট করে চলাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই বাংলার উত্তরে, পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এক প্রশাসনিক সভায় তিনি জানিয়েছিলেন, এক পাহাড়ি মেয়ে তাঁর পরিবারের পুত্রবধূ হতে চলেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষার। দীক্ষা ছেত্রী কার্শিয়ং-এর মেয়ে। যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। আবেশে ওই কলেজ থেকেই ডাক্তারি পাশ করেছেন। পড়াকালীনই দীক্ষার সঙ্গে আলাপ, বন্ধুত্ব এবং প্রেম।

৬ ডিসেম্বর বাগদান, ৭ তারিখ আবেশ-দীক্ষার বিয়ে। ওইদিনই কার্শিয়ং যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৫ বা ৬ ডিসেম্বরই পাহাড়ে যেতে পারেন তিনি। কারণ ওই সময়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুরাই থাকবেন কার্শিয়ঙে বিয়ের আসরে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে পারেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। ৭ তারিখ বিয়ের পর দশ তারিখ কলকাতায় আবেশ-দীক্ষার বিয়ের রিসেপশন। সূত্রের খবর, ইকো পার্কে (Eco Park) একটি ম্যারেজ হলে আবেশের রিসেপশন।


Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version