Monday, November 3, 2025

আহমেদাবাদের পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন কামিন্স, কী বললেন অজি অধিনায়ক?

Date:

আগামিকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে তার আগে ফের একবার শিরোনামে আহমেদাবাদের পিচ। যা নিয়ে গতকাল থেকেই বিতর্ক চলছে। ফাইনাল খেলা হবে পুরনো পিচেই। যদিও এই নিয়ে মাথা ঘামাতে নারাজ অস্ট্রেলিয়া অধিনায়ক প‍্যাট কামিন্স। তার কথায় যে পিচে ম‍্যাচ খেলা হবে, সেটা দেখে ভালোই মনে হচ্ছে।

বিশ্বকাপের ফাইনালের পিচের চরিত্র ঠিক কীরকম হবে? কেন তাজা পিচে খেলা হবে না? কেন পুরনো পিচে ম‍্যাচ খেলা হচ্ছে? ভারতের সুবিধা করে দিতে কি পুরনো পিচে খেলা হচ্ছে? পিচ নিয়ে এই সব বিতর্ক তৈরি হয়েছে গতকাল থেকে। তবে এই নিয়ে মাথা ঘামাতে নারাজ অজি অধিনায়ক, বরং ম‍্যাচে আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে কামিন্স বলেন,” এই সবে পিচটা দেখলাম। আমি খুব ভালো পিচ পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। আহমেদাবাদের মাঠকর্মীরা সবে পিচে জল দিয়েছে। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে। এরপরই পরেই কামিন্স বলেন, “হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল।” বিশ্বকাপে আহমেদাবাদে একটিই ম্যাচ খেলেছে পাকিস্তান। সেটি ভারতের বিরুদ্ধে। কামিন্স অবশ্য মুখে ভারতের নাম করেননি।

এরপরই ক‍্যামিন্স আরও বলেন,” কোনও সন্দেহ নেই যে নিজের দেশের পিচে খেলার কিছু সুবিধা রয়েছে। কিন্তু আমরাও এখানে কম ক্রিকেট খেলিনি। এই পিচে খেলতে গেলে সাহসী হতে হবে। মন্থর বল, বাউন্সার, এগুলোর মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। বলের পিছনে সব সময় তাড়া করলে হবে না। সেটা এখনও পর্যন্ত ভাল ভাবেই করতে পেরেছি। বিশেষত ইনিংসের শেষের দিকে বুদ্ধি খাটিয়েছি আমরা।” তবে কামিন্সের মতে আহমেদাবাদে টস গুরুত্বপূর্ণ না। এই নিয়ে তিনি বলেন,” মনে হয় না ওয়াংখেড়ে বা ভারতের অন্য মাঠের চেয়ে এখানে টস বেশি গুরুত্বপূর্ণ। যে চ্যালেঞ্জই আসুক, সেটা সামলাতে আমরা তৈরি। নিজেদের মতো পরিকল্পনা করেই নামব।”

আরও পড়ুন:ফাইনালে রোহিতদের ম‍্যাচের দায়িত্বে এই দুই আম্পায়ার, নাম প্রকাশে আসতেই আ.তঙ্কে ভারতীয় সমর্থকরা

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version