ঘূর্ণিঝড় (Cyclone) কাটতেই ঝকঝকে আকাশ। রাজ্যজুড়ে কমবেশি এই ছবিতেই স্পষ্ট হয়েছে আজ সকাল থেকে। হাওয়া অফিস (Weather Department) বলছে শীতের আমেজ পুরোপুরি উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী। কিন্তু পাকাপাকিভাবে শীত এখনই পড়ছে না। আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মাঝেই ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে টাটকা আপডেট দিল মৌসম ভবন (IMD)।

শক্তি হারিয়ে শনিবার সকালে বাংলাদেশ উপকূলে ল্যাণ্ডফল হয়েছে ঘূর্ণিঝড় মিধিলির। IMD-র পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারাদিনই মিধিলির প্রভাব জারি থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আজও মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
