Saturday, November 29, 2025

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী রামস্বামীর হা.তিয়ার ‘হি.ন্দুত্ব’!

Date:

Share post:

আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে নানা বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে প্রার্থীদের। ডোনাল্ড ট্রাম্পের পরই রিপাবলিকান প্রার্থী হিসেবে যাঁর নাম উজ্জ্বল হয়ে উঠেছে তিনি বিবেক রামস্বামী। এবার রামস্বামীর কথায় উঠে এল তাঁর ধর্মবিশ্বাসের কথা। আগামী নির্বাচনে যে ধর্মও একটা ফ্যাক্টর, তা পরিষ্কার হয়ে গেল তাঁর কথায়।

তাঁর মুখেই উঠে এল হিন্দুত্ব প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে থাকেন। এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী রামস্বামীকেও তাঁর হিন্দু ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে দেখা গেল। একই ভাবে তিনি কথা বলেছেন খ্রিস্টান ধর্ম নিয়ে।

রামস্বামীর কথায়, আমি একজন হিন্দু। আমার বিশ্বাস, ঈশ্বর আমাদের সকলকে কোনও না কোনও উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমার বিশ্বাস আমাকে শিখিয়েছে আমাদের সকলের একটা কর্তব্য রয়েছে। একটা নৈতিক কর্তব্য। এভাবেই ঈশ্বর আমাদের কাজে মিশে রয়েছেন। আমরা এখনও বিশ্বাস করি সকলের মধ্যেই ঈশ্বর রয়েছেন। এটাই আমার বিশ্বাসের মূল কথা।” তাঁর পরিবার তাঁকে কীভাবে মূল্যবোধের শিক্ষা দিয়েছে, বিয়ে কিংবা পরিবার ও বড়দের শ্রদ্ধা করতে শিখিয়েছে সে ব্যাপারেও মুখ খুলেছেন রামস্বামী।

সেই সঙ্গে খ্রিস্টান স্কুলে পড়ার অভিজ্ঞতার কথাও সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছে তাঁকে। রামস্বামী বলেছেন, ”আমি খ্রিস্টান হাই স্কুলে যেতাম। সেখানে কী শিখেছি আমরা? আমরা শিখেছি টেন কমান্ডমেন্টস। আমরা পড়েছি বাইবেল। ক্লাস করেছি। ঈশ্বর বাস্তব।
তিনি বলেছেন, ”একজন প্রেসিডেন্ট কি দেশে খ্রিস্টধর্মের প্রচার করতে পারবেন? আমি পারব না। কিন্তু আমি কি তাঁদের পাশে দাঁড়াব না যাঁরা মূল্যবোধের কথা বলবেন? আমি কি পরবর্তী প্রজন্মের জন্য সেটা উদাহরণ দিতে পারব না? অবশ্যই আমি তা করব। কেননা সেটা আমার কর্তব্য।”

প্রসঙ্গত, রামস্বামীর জন্ম সিনসিনাটিতে ভারতীয় অভিবাসী পিতামাতার কাছে । তিনি হার্ভার্ড কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ইয়েল ল স্কুল থেকে জেডি অর্জন করেন । Roivant Sciences প্রতিষ্ঠার আগে রামাস্বামী একটি হেজ ফান্ডে বিনিয়োগ অংশীদার হিসাবে কাজ করেছিলেন । তিনি স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটি বিনিয়োগ সংস্থার সহ-প্রতিষ্ঠা করেন।

রামাস্বামী দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জাতীয় পরিচয় সংকটের মাঝখানে রয়েছে যাকে তিনি ” কোভিড -ইজম, জলবায়ু-বাদ এবং লিঙ্গ আদর্শের মতো নতুন ধর্মনিরপেক্ষ ধর্ম ” বলে মন্তব্য করেছেন।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...