Wednesday, November 12, 2025

সামনেই মরুরাজ্যে নির্বাচন, BJP প্রার্থীদের ‘গুণপনা’ দেখে চক্ষু চড়কগাছ!

Date:

২৫ নভেম্বর ভোট মরুরাজ্যে। প্রচার তুঙ্গে। এরইমধ্যে সামনে এসছে প্রার্থীদের পরিচয়। আর তাঁদের গুণপনা দেখে চক্ষু চড়কগাছ সবার। বিশেষ করে গেরুয়া শিবিরের প্রার্থীরা। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, খুনসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুধু তাই নয়, এমন অনেক প্রার্থী আছেন যাঁরা নামটাও সই করতে পারেন না।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিপারেশনস (এডিআর) এর রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে (Rajasthan) ২০০ টি আসনের জন্য মোট ১,৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৩২৬ অর্থাৎ ১৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর সব থেকে বেশী মামলা রয়েছে BJP প্রার্থীদের বিরুদ্ধে। ২০০ টি আসনের রাজস্থান বিধানসভার বিজেপির প্রার্থী তালিকার মধ্যে রিপোর্ট অনুযায়ী, ৩১শতাংশ BJP প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। অপরাধী প্রার্থীদের পাশাপাশি বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যাও বাড়ছে। ১৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৬৫১ জন প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এমনকী এডিআর রিপোর্ট অনুযায়ী একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। একইভাবে ৩৪ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। বিজেপির সর্বাধিক ৮৮ শতাংশ প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪১ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ৪৯ শতাংশ স্নাতক বা তার বেশি ১৩৭ জন নিজেদের নাম সই করতে পারেন এবং ১১ জন নিরক্ষর।

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version