Sunday, November 9, 2025

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী রামস্বামীর হা.তিয়ার ‘হি.ন্দুত্ব’!

Date:

আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে নানা বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে প্রার্থীদের। ডোনাল্ড ট্রাম্পের পরই রিপাবলিকান প্রার্থী হিসেবে যাঁর নাম উজ্জ্বল হয়ে উঠেছে তিনি বিবেক রামস্বামী। এবার রামস্বামীর কথায় উঠে এল তাঁর ধর্মবিশ্বাসের কথা। আগামী নির্বাচনে যে ধর্মও একটা ফ্যাক্টর, তা পরিষ্কার হয়ে গেল তাঁর কথায়।

তাঁর মুখেই উঠে এল হিন্দুত্ব প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে থাকেন। এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী রামস্বামীকেও তাঁর হিন্দু ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে দেখা গেল। একই ভাবে তিনি কথা বলেছেন খ্রিস্টান ধর্ম নিয়ে।

রামস্বামীর কথায়, আমি একজন হিন্দু। আমার বিশ্বাস, ঈশ্বর আমাদের সকলকে কোনও না কোনও উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমার বিশ্বাস আমাকে শিখিয়েছে আমাদের সকলের একটা কর্তব্য রয়েছে। একটা নৈতিক কর্তব্য। এভাবেই ঈশ্বর আমাদের কাজে মিশে রয়েছেন। আমরা এখনও বিশ্বাস করি সকলের মধ্যেই ঈশ্বর রয়েছেন। এটাই আমার বিশ্বাসের মূল কথা।” তাঁর পরিবার তাঁকে কীভাবে মূল্যবোধের শিক্ষা দিয়েছে, বিয়ে কিংবা পরিবার ও বড়দের শ্রদ্ধা করতে শিখিয়েছে সে ব্যাপারেও মুখ খুলেছেন রামস্বামী।

সেই সঙ্গে খ্রিস্টান স্কুলে পড়ার অভিজ্ঞতার কথাও সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছে তাঁকে। রামস্বামী বলেছেন, ”আমি খ্রিস্টান হাই স্কুলে যেতাম। সেখানে কী শিখেছি আমরা? আমরা শিখেছি টেন কমান্ডমেন্টস। আমরা পড়েছি বাইবেল। ক্লাস করেছি। ঈশ্বর বাস্তব।
তিনি বলেছেন, ”একজন প্রেসিডেন্ট কি দেশে খ্রিস্টধর্মের প্রচার করতে পারবেন? আমি পারব না। কিন্তু আমি কি তাঁদের পাশে দাঁড়াব না যাঁরা মূল্যবোধের কথা বলবেন? আমি কি পরবর্তী প্রজন্মের জন্য সেটা উদাহরণ দিতে পারব না? অবশ্যই আমি তা করব। কেননা সেটা আমার কর্তব্য।”

প্রসঙ্গত, রামস্বামীর জন্ম সিনসিনাটিতে ভারতীয় অভিবাসী পিতামাতার কাছে । তিনি হার্ভার্ড কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ইয়েল ল স্কুল থেকে জেডি অর্জন করেন । Roivant Sciences প্রতিষ্ঠার আগে রামাস্বামী একটি হেজ ফান্ডে বিনিয়োগ অংশীদার হিসাবে কাজ করেছিলেন । তিনি স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটি বিনিয়োগ সংস্থার সহ-প্রতিষ্ঠা করেন।

রামাস্বামী দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জাতীয় পরিচয় সংকটের মাঝখানে রয়েছে যাকে তিনি ” কোভিড -ইজম, জলবায়ু-বাদ এবং লিঙ্গ আদর্শের মতো নতুন ধর্মনিরপেক্ষ ধর্ম ” বলে মন্তব্য করেছেন।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version