Sunday, May 11, 2025

পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে ক্লি.নিক্যাল মেডিসিনের আধুনিক গবেষণা নিয়ে বিশেষ কনফারেন্স !

Date:

স্বাস্থ্যই সম্পদ। আর শরীরকে সুস্থ রাখতে হলে সঠিক সময় রোগ নির্ণয় এবং তার নিরাময়ের উপায় খোঁজা দরকার। যত সময় যাচ্ছে ততই চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে আর ক্লিনিক্যাল মেডিসিন নিয়ে একাধিক গবেষণার রিপোর্ট প্রকাশ পাচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ এবং সাধারণ চিকিৎসকদের রোগ সংক্রান্ত কোন কোন তথ্যগুলির দিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত এবং আধুনিক ক্লিনিকাল মেডিসিনের সুবিধা লাভে কতটা এক্সপেরিমেন্ট করা প্রয়োজন তা নিয়ে পিয়ারলেস হাসপাতালের তত্ত্বাবধানে ১৮ এবং ১৯ নভেম্বর এই দুদিন ব্যাপী এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, মেডিকন ইন্টারন্যাশনাল ২০২৩। এটি অষ্টম বর্ষে পদার্পণ করল। আজ দ্বিতীয় তথা শেষ দিনে কলকাতার এক পাঁচতারা হোটেলে এই সংক্রান্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সহানুভূতি রোগীকে ভেতর থেকে কতটা উজ্জীবিত করে তুলতে পারে সেই বিষয়েও জোর দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শ্বাসযন্ত্রের পুনর্বাসন থেকে শুরু করে মেডিসিনের খুঁটিনাটি নিয়েও একাধিক প্রশ্নের উত্তর দেওয়া হয় এই কনফারেন্সে। কলকাতার পাশাপাশি বিদেশের বিভিন্ন মেডিক্যাল গবেষকরা অংশগ্রহণ করেন।

ইদানিং কালে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, সাধারণ মেডিসিনকে এড়িয়ে গিয়ে প্রাথমিক স্তরেই বিশেষ পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করার। সেক্ষেত্রে রোগী এবং ডাক্তারের মধ্যে কোথাও একটা বোঝাপড়ার সমস্যা হচ্ছে না তো? ডাক্তার সুজিত কর পুরকায়স্থ এদিন চিকিৎসক এবং রোগীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন প্রযুক্তি আগামী দিনে অনেকটা এগিয়ে যাবে ঠিকই কিন্তু ডাক্তার, পেশেন্ট এবং নার্স-এর মধ্যে কমিউনিকেশনের সমস্যা হলে সেটা রোগকে দ্রুত বিস্তার ঘটাতে ইন্ধন দেবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সুজিত কর পুরকায়স্থ, ডাক্তার অজয় সরকার, ডাক্তার লুইস ডেভিসন (Dr. Lousie davison), ডাক্তার দেবাশিস দত্ত, ডাক্তার সৌমিক চৌধুরী প্রমুখ। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের পথ চলা কতটা মসৃণ কিংবা কঠিন হতে চলেছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুদিনের এই কনফারেন্সে গ্যাস্ট্রো থেকে কার্ডিওলজি, ক্রিটিকাল কেয়ার মেডিসিন থেকে অনকোলজি সংক্রান্ত একাধিক বিষয়ের উপর আলোকপাত করা হয়।

Related articles

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস!

রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal...

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...
Exit mobile version