Monday, August 11, 2025

প্রথমে ব‍্যাট করতে নেমে চা.পে ভারত, দলকে ভরসা বিরাট-রাহুল জুটির

Date:

Share post:

প্রথমে ব‍্যাট করতে নেমে চাপে ভারত (India)। টসে জিতে প্রথমে ব‍ল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া (Australia) অধিনায়ক প‍্যাট কামিন্স। প্রথমে ব‍্যাট করে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। আত্র চার রানে আউট হন শুভমন গিল। ৭ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান গিল। পঞ্চম ওভারেই ভারত প্রথম ধাক্কাটা খেল। এরপরই আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ রান করেন। অফ সাইডে ক্যাচ ওঠে। ট্র্যাভিস হেড পিছনের দিকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে রোহিতের ক্যাচটি ধরেন।

চার রানে আউট হন শ্রেয়স আইয়র। কামিন্সের বলে খোঁচা মেরে ইংলিশকে ক্যাচ দেন শ্রেয়স। এখন ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। এই কপি লেখার সময় খেলার ফলাফল ছিল ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান ভারতের।

এদিন টসে হারে যান রোহিত। তবে টস হারলেও খুশি ছিলেন তিনি। কারণ প্রথম ব‍্যাটই চেয়েছিলেন রোহিত। এই নিয়ে রোহিত বলেন,” আমরা টস জিতলে আগে ব্যাটই করতাম। পিচটা দেখে বেশ ভালই মনে হচ্ছে। ফাইনালের মতো ম্যাচে স্কোরবোর্ডে বেশি রান তুলে রাখা দরকার।” এদিকে রবিবার ফাইনালের ম‍্যাচের আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের  থেকে বিশেষ পুরস্কার পান কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের হাতে নিজের একটি জার্সি তুলে দেন সচিন। সেই ছবি পোস্ট করা হয় ভারতীয় বোর্ডের তরফে। যে জার্সি পরে সচিন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দিয়েছেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে সচিনের সই। সঙ্গে কিছু ছবিও। এই ছবি পোস্ট করে বিসিসিআইয়ের তরফে লেখা হয়,”একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ এক দিনের ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন সচিন।”

 

 

 

 

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...