অজিদের সামনে ২৪১ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া, অর্ধশতরান বিরাট-রাহুলের

৫৪ রান করেন বিরাট কোহলি। এই রান করার সুবাদে নজির গড়েন কোহলি। রবীন্দ্র জাদেজা করেন ৯ রান। ৬৬ রান করেন রাহুল।

অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের টার্গেট রাখল ভারতীয় দল। এদিন একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে অল উইকেট হারিয়ে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অর্ধশতরান বিরাট কোহলি-কে এল রাহুলের।

প্রথমে ব‍্যাট করতে নেমে চাপে ভারত। টসে জিতে প্রথমে ব‍ল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প‍্যাট কামিন্স। প্রথমে ব‍্যাট করে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। আত্র চার রানে আউট হন শুভমন গিল। ৭ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান গিল। পঞ্চম ওভারেই ভারত প্রথম ধাক্কাটা খেল। এরপরই আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ রান করেন। অফ সাইডে ক্যাচ ওঠে। ট্র্যাভিস হেড পিছনের দিকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে রোহিতের ক্যাচটি ধরেন। চার রানে আউট হন শ্রেয়স আইয়র। কামিন্সের বলে খোঁচা মেরে ইংলিশকে ক্যাচ দেন শ্রেয়স। ৫৪ রান করেন বিরাট কোহলি। এই রান করার সুবাদে নজির গড়েন কোহলি। রবীন্দ্র জাদেজা করেন ৯ রান। ৬৬ রান করেন রাহুল। ১৮ রান সূর্যকুমার যাদবের। ১০ রান কুলদীপ যাদবের। অজিদের হয়ে তিন উইকেট মিচেল স্টার্কের। দুটি করে উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স এবং জস হ‍্যাজলউড। একটি করে উইকেট নেন গ্লেন ম‍্যাক্সওয়েল এবং অ‍্যাডাম জাম্পা।

আরও পড়ুন:প্রথমে ব‍্যাট করতে নেমে চা.পে ভারত, দলকে ভরসা বিরাট-রাহুল জুটির

Previous articleনি.রাপত্তা নিয়ে প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজনৈতিক বার্তার জার্সি পরে মাঠে দর্শক!
Next articleপিয়ারলেস হাসপাতালের উদ্যোগে ক্লি.নিক্যাল মেডিসিনের আধুনিক গবেষণা নিয়ে বিশেষ কনফারেন্স !