Tuesday, November 11, 2025

Uttarkashi: এস.কেপ রুট কই? কর্তৃপক্ষের গাফি.লতির খেসা.রত দিচ্ছেন শ্রমিকরা!

Date:

এক সপ্তাহ কেটে গেছে, এখনও পর্যন্ত উত্তরকাশিতে নির্মীয়মান টানেলে (Under construction tunnel) আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। ঠিক কোন জায়গায় খনন কাজ শুরু করলে শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছনো যাবে তা এখনও পর্যন্ত চিহ্নিত করাই যায়নি। আজ বিকেল থেকে সেই কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এত বড় একটা টানেলের ক্ষেত্রে কোন এসকেপ রুট (Escape Route) পরিকল্পনাতেই নেই? কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিচ্ছেন ৪০ জন শ্রমিক।

ম্যাপ অনুযায়ী টানেল বানানোর সময় এসকেপ রুট তৈরি করা হয়েছিল বটে। কিন্তু সবটাই ছিল খাতায় কলমে। বাস্তবে সেই কাজ না হওয়ায় অষ্টম দিনেও শ্রমিকদের উদ্ধার করা গেল না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, ৩ কিলোমিটারের বেশি দীর্ঘ সুড়ঙ্গে এসকেপ রুট থাকা বাধ্যতামূলক। প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনও বিপদের কথা মাথায় রেখেই এসকেপ রুট তৈরি করা হয়। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গেও এসকেপ রুটের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। ফলে ধস নামলে পালানোর পথ পাননি শ্রমিকরা। অষ্টম দিনের শেষেও কার্যত দম বন্ধ অবস্থায় ভিতরে আটকে রয়েছেন তাঁরা। কর্তৃপক্ষের এই নিয়ে কোন বিবৃতি নেই। আর কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই মেতে রয়েছেন ক্রিকেটের উৎসবে। অন্যদিকে বিনিদ্র রজনী যাপন করছেন টানেলে আটকে থাকা শ্রমিকদের পরিবারের লোকেরা।


Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version