Monday, August 25, 2025

Uttarkashi: এস.কেপ রুট কই? কর্তৃপক্ষের গাফি.লতির খেসা.রত দিচ্ছেন শ্রমিকরা!

Date:

এক সপ্তাহ কেটে গেছে, এখনও পর্যন্ত উত্তরকাশিতে নির্মীয়মান টানেলে (Under construction tunnel) আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। ঠিক কোন জায়গায় খনন কাজ শুরু করলে শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছনো যাবে তা এখনও পর্যন্ত চিহ্নিত করাই যায়নি। আজ বিকেল থেকে সেই কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এত বড় একটা টানেলের ক্ষেত্রে কোন এসকেপ রুট (Escape Route) পরিকল্পনাতেই নেই? কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিচ্ছেন ৪০ জন শ্রমিক।

ম্যাপ অনুযায়ী টানেল বানানোর সময় এসকেপ রুট তৈরি করা হয়েছিল বটে। কিন্তু সবটাই ছিল খাতায় কলমে। বাস্তবে সেই কাজ না হওয়ায় অষ্টম দিনেও শ্রমিকদের উদ্ধার করা গেল না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, ৩ কিলোমিটারের বেশি দীর্ঘ সুড়ঙ্গে এসকেপ রুট থাকা বাধ্যতামূলক। প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনও বিপদের কথা মাথায় রেখেই এসকেপ রুট তৈরি করা হয়। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গেও এসকেপ রুটের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। ফলে ধস নামলে পালানোর পথ পাননি শ্রমিকরা। অষ্টম দিনের শেষেও কার্যত দম বন্ধ অবস্থায় ভিতরে আটকে রয়েছেন তাঁরা। কর্তৃপক্ষের এই নিয়ে কোন বিবৃতি নেই। আর কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই মেতে রয়েছেন ক্রিকেটের উৎসবে। অন্যদিকে বিনিদ্র রজনী যাপন করছেন টানেলে আটকে থাকা শ্রমিকদের পরিবারের লোকেরা।


Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version