Saturday, August 23, 2025

হতাশ রোহিত-বিরাট-জাড্ডুরা, ভারতের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

Date:

গতকাল স্বপ্নভঙ্গ হয় ভারতবাসীর। ঘরের মাঠে বিশ্বকাপের খেতাব হাতছাড়া হয় ভারতের। টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে অজিদের কাছে ছয় উইকেটে হারে টিম ইন্ডিয়া। এরপর ভেঙে পরে গোটা দল। চোখে জল নিয়েই মাঠ ছাড়েন রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ সিরাজ। একাধিক ক্রিকেটার নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। এমন হতাশাজনক পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করতে ভারতীয় দলের ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেই ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন,”এই প্রতিযোগিতায় আমরা খুব ভালো খেলেও গতকাল অল্পের জন্য হারলাম। আমরা প্রত্যেকে হতাশ, কিন্তু আমাদের মানুষদের সমর্থনেই আমরা বেঁচে রয়েছি। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণ অত্যন্ত স্পেশ্যাল এবং অনুপ্রেরণাদায়ক ছিল।”

ওপর দিকে মহম্মদ শামি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। আমাদের দল এবং আমায় পুরো টুর্নামেন্টে সমর্থন করে যাওয়ার জন্য সব ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।”

গতকাল বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যর্থ ছিল ভারতের ব‍্যাটিং লাইন। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:‘ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে রাখতে পেরে খুব খুশি’, বিশ্বকাপ জয়ের পর বললেন কামিন্স

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version