Thursday, August 28, 2025

ঘোষণা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল, দলে ভারতের ছয়, নেতা রোহিত

Date:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপে একাধিক ক্রিকেটার নজর কেড়েছে। তবে এর মধ্যে সেরা দল বাছাই করা কঠিন ছিল। আর সেই কঠিন কাজটাই করল আইসিসির বিশেষ নির্বাচক দল। সোমবার বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল ঘোষণা করে আইসিসি। যেই তালিকায় ছ’জন ভারতীয় ক্রিকেটার। যারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। দলের নেতাও রোহিত শর্মা। তবে এই দলে নেই ফাইনালে ম্যাচের সেরা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।

বিশ্বকাপে সব থেকে বেশি ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রানের নিরিখে এটি সর্বাধিক। তাই বিরাট যে জায়গা পাবেন তা নিশ্চিত ছিল। রাহুলও এই বিশ্বকাপে ভালো ব্যাট করেছেন। ৪৫২ রান করার পাশাপাশি উইকেটের পিছনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ১২০ রান করার পাশাপাশি বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন। রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন তিনি। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা রয়েছে। তাই আইসিসির দলে অধিনায়ক তিনিই। ওপরদিকে বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শামি ২৪টি। যশপ্রীত বুমরাহও নিয়েছেন ২০টি উইকেট। তাই তাঁরাও জায়গা পেয়েছেন আইসিসির দলে।

মোট পাঁচ দেশ থেকে ১২জন ক্রিকেটারকে বাছা হয়েছে বিশ্বকাপ ২০২৩-এর সেরা দলে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ ভারত, সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা রয়েছেন এই দলে। নিঃসন্দেহে সব থেকে বেশি ভারতের মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন এই দলে।

একনজরে ২০২৩ আসিসি বিশ্বকাপের সেরা দল

১) কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
২) রোহিত শর্মা (ভারত) (অধিনায়ক)
৩) বিরাট কোহলি (ভারত)
৪) ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
৫) কেএল রাহুল (ভারত)
৬) গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৭) রবীন্দ্র জাদেজা (ভারত)
৮) যশপ্রীত বুমরাহ (ভারত)
৯) দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা)
১০) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
১১) মহম্মদ শামি (ভারত)
১২) জেরাল্ড কোটজে (দক্ষিণ আফ্রিকা)

আরও পড়ুন:হতাশ রোহিত-বিরাট-জাড্ডুরা, ভারতের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version