Saturday, November 8, 2025

ঘোষণা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল, দলে ভারতের ছয়, নেতা রোহিত

Date:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপে একাধিক ক্রিকেটার নজর কেড়েছে। তবে এর মধ্যে সেরা দল বাছাই করা কঠিন ছিল। আর সেই কঠিন কাজটাই করল আইসিসির বিশেষ নির্বাচক দল। সোমবার বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল ঘোষণা করে আইসিসি। যেই তালিকায় ছ’জন ভারতীয় ক্রিকেটার। যারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। দলের নেতাও রোহিত শর্মা। তবে এই দলে নেই ফাইনালে ম্যাচের সেরা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।

বিশ্বকাপে সব থেকে বেশি ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রানের নিরিখে এটি সর্বাধিক। তাই বিরাট যে জায়গা পাবেন তা নিশ্চিত ছিল। রাহুলও এই বিশ্বকাপে ভালো ব্যাট করেছেন। ৪৫২ রান করার পাশাপাশি উইকেটের পিছনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ১২০ রান করার পাশাপাশি বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন। রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন তিনি। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা রয়েছে। তাই আইসিসির দলে অধিনায়ক তিনিই। ওপরদিকে বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শামি ২৪টি। যশপ্রীত বুমরাহও নিয়েছেন ২০টি উইকেট। তাই তাঁরাও জায়গা পেয়েছেন আইসিসির দলে।

মোট পাঁচ দেশ থেকে ১২জন ক্রিকেটারকে বাছা হয়েছে বিশ্বকাপ ২০২৩-এর সেরা দলে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ ভারত, সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা রয়েছেন এই দলে। নিঃসন্দেহে সব থেকে বেশি ভারতের মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন এই দলে।

একনজরে ২০২৩ আসিসি বিশ্বকাপের সেরা দল

১) কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
২) রোহিত শর্মা (ভারত) (অধিনায়ক)
৩) বিরাট কোহলি (ভারত)
৪) ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
৫) কেএল রাহুল (ভারত)
৬) গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৭) রবীন্দ্র জাদেজা (ভারত)
৮) যশপ্রীত বুমরাহ (ভারত)
৯) দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা)
১০) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
১১) মহম্মদ শামি (ভারত)
১২) জেরাল্ড কোটজে (দক্ষিণ আফ্রিকা)

আরও পড়ুন:হতাশ রোহিত-বিরাট-জাড্ডুরা, ভারতের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version