BGBS: রাজ্যে বিপুল বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং সেক্টরে, ৩৫০ কোটি বিনিয়োগের ঘোষণা টেগা ইন্ডাস্ট্রিজ কর্তার

রাজ্যে এবার বিপুল বিনিয়োগ আসতে চলেছে ম্যানুফ্যাকচারিং সেক্টরেও। এবার ম্যানুফ্যাকচারিং সেক্টরে ৩৫০ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছেন টেগা ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্তা মেহুল মোহাঙ্কা। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে টেগা ইন্ডাস্ট্রিজ কর্তা বলেন, ২০ লক্ষ বর্গফুট ক্ষেত্রজুড়ে তৈরি হবে ম্যানুফ্যাকচারিং হাব। এই হাবে প্লাস্টিক থেকে শুরু করে জেমস অ্যান্ড জুয়েলারির ম্যানুফ্যাকচারিং হবে। এই ক্ষেত্রে ১০৮টি অনলাইন পরিষেবা প্রদানের কথাও বলেন তিনি। সেইসঙ্গে পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজের বিপুল মার্কেট রয়েছে বলেও তিনি জানান। বাংলার সরকার শিল্পক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। ফলে এই শিল্প ও কর্মসংস্থানে জোয়ার আসবে রাজ্যে। বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যে লগ্নি আসবে। বাংলার শিল্পে আসবে বিপ্লব।

আরও পড়ুন- অপেক্ষা আর কিছুক্ষণের, উত্তরকাশীর অ.ন্ধকূপ থেকে মুক্ত হবেন ৪১ জন শ্রমিক

Previous articleঅপেক্ষা আর কিছুক্ষণের, উত্তরকাশীর অ.ন্ধকূপ থেকে মুক্ত হবেন ৪১ জন শ্রমিক
Next articleফের চো.খে স.মস্যা অভিষেকের, BGBS সেরেই দেখতে গেলেন মমতা