Sunday, August 24, 2025

ধর্মতলায় বিজেপির সভা ঘিরে চরম অ.নিশ্চয়তা, হাই কোর্টে মুলতুবি শুনানি

Date:

ধর্মতলায় (Dharmatala) বিজেপির (BJP) সভা নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। কোথায় হবে এই অনুষ্ঠান তা এখনও চূড়ান্ত হয়নি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আনার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। কিন্তু সেই সভাকে কেন্দ্র করেই চরম অনিশ্চয়তা। বুধবারই ধর্মতলায় বিজেপির সভা নিয়ে একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি (adjourned) রাখেন তিনি। অন্যদিকে, বুধবারই বিজেপিকে সভার অনুমতি দিয়ে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই মামলার শুনানি হবে সভার আগের দিন অর্থাৎ আগামী ২৮ নভেম্বর।

বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে পুলিশের কাছে তাঁদের শর্তগুলি জানতেও চান তিনি। কিন্তু তার জবাবে রাজ্যের আইনজীবী বিচারপতি সেনগুপ্তকে জানান, একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে বিজেপির আইনজীবী সৌম্য মজুমদার জানান, রাজ্যের আবেদনের শুনানির দিন ২৮ নভেম্বর ধার্য হয়েছে। তবে এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি রাখেন তিনি।

আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে জনসভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই জোর করে সভা করতে চেয়ে দায়ের হয়েছিল মামলা। সভায় উপস্থিত থাকার সম্ভাবনা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। কিন্তু এই সভার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলে তারা অনুমতি দেয়নি। এরপরই কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেন বঙ্গ বিজেপি নেতারা। গত সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দেন, বিজেপি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে। বুধবার বিচারপতি মান্থার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

 

 

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version