Saturday, January 10, 2026

নয়া উচ্চতায় BGBS! ১৮৮ মউ স্বাক্ষর, ৩লক্ষ ৭৬হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব: ঘোষণা মমতার

Date:

Share post:

শেষ হল সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এবার বিনিয়োগ প্রস্তাবের নিরিখে নতুন উচ্চতা স্পর্শ করল BGBS। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে সম্মেলনের শেষদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, এবার কৃষি, পর্যটন, তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে ১৮৮ টি MOU স্বাক্ষরিত হয়েছে। ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামী দিনে বাংলা শিল্প এবং সংস্কৃতির গন্তব্য হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রসঙ্গত এর আগে ৬টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৯০ কোটি মার্কিন বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে ১২১ কোটি মার্কিন বিলিয়ান ডলার বিনিয়োগ হয়েছে। মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারের BGBS-এ ৪০টি দেশ অংশগ্রহণ করেছে। এই দেশগুলিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ব্রিটেন থেকেই ৪০ জন শিল্পপতি এসেছেন বলে জানান মমতা।

এদিনও মুখ্যমন্ত্রীর বক্তব্যে ঘুরে ফিরে আসে MSME প্রসঙ্গ। বলেন, “আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন।“ পাশাপাশি তিনি জানান, MSME এমন একটা সেক্টর, যেখানে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাড়ির মহিলারা রান্নার পাশাপাশি এই এমএসএমই-র মাধ্যমে সংসারে অর্থ সাহায্য করছেন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম। শুধু চর্মশিল্পে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। মমতার কথায়, বাংলায় ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মহিলারা কর্মসংস্থানে এগিয়ে।

গ্রাম নিয়ে মুখ্যমন্ত্রীর মত, “গ্রামই এখন গ্রোথ সেন্টার।“ তিনি জানান, পূর্ব ভারতের প্রবেশদ্বার বাংলা। বাংলাই শিল্পের আদর্শ গন্তব্য। বাংলার শিল্পই ভবিষ্যৎ। বাংলা সেরার সেরা। উত্তরবঙ্গ শুধু পর্যটন নয়, প্রযুক্তির ক্ষেত্রেও এগিয়ে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...