Wednesday, May 21, 2025

ভারতীয় বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আদবানির  ঝুলিতে যোগ হল আরও একটি সাফল্য। দোহায় আয়জিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ  জিতলেন তিনি। পঙ্কজের ২৬ তম খেতাব এটি। ফাইনালে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন সৌরভ কোঠারিকে  হারিয়ে সাফল্য পেলেন পঙ্কজ। ফলাফল ১০০০-৪১৬। গত বারও সৌরভকে হারিয়েছিলেন তিনি। জয়ের পর পঙ্কজ বলছেন, “ধারাবাহিকতাই সাফল্যের মূল মন্ত্র।”

প্রথম বিশ্ব খেতাবের স্বাদ পেয়েছিলেন ২০০৩ সালে। এই নিয়ে লং ফরম্যাটে নবম সাফল্য পেলেন। শুধু তাই নয়, পয়েন্ট ফরম্যাটে জিতেছেন আট বার। আর বিশ্ব টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এক বার। পঙ্কজের কাছে সাফল্যের মূল মন্ত্র ধারাবাহিকতা।খেতাব জয়ের পর তিনি বলেছেন, দেশের হয়ে পদক জেতা জীবনের অন্যতম অনুপ্রেরণা। আগেও জিতেছি, তাই এই আনন্দের অনুভূতিটা চেনা। আমার কাছে ধারাবাহিকতাটাই সব। বার বার জিততে পারাটা সব কষ্ট, সব পরিশ্রমকে সার্থক করে দেয়।

গত বারও পঙ্কজের কাছে হারতে হয়েছিল সৌরভকে। এ বার হারের পর সৌরভ বললেন, আমার সেমিফাইনাল প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলেছিল। ফলে ফাইনালের জন্য খুব বেশি সময় পাইনি। ক্লান্ত হয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম।

প্রসঙ্গত, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ধ্রুব সিতওয়ালাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সৌরভ। কিন্তু ফাইনালে আর ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর।

 

Related articles

ভেজাল ওষুধের তালিকা টাঙাতে হবে দোকানে: নির্দেশ মুখ্যমন্ত্রীর, সতর্ক থাকতে বললেন আধিকারিকদেরও

ভেজাল ওষুধ কোনও ভাবেই যেন রাজ্যে ব্যবহার না হয়। বুধবার, উত্তরকন্যার প্রশাসনিক সভায় এই বিষয়ে সতর্ক করলেন বাংলার...

পথ চলতি তরুণীকে ধর্ষণের চেষ্টা কলকাতায়! তালতলার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভরসন্ধ্যায় মহানগরীর বুকে পথ চলতি এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে তালতলা থানার (Taltala Police...

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)।...

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...
Exit mobile version