Wednesday, May 21, 2025

বায়োমেট্রিক নিয়ে আর সমস্যা নয়! টেটে বিশেষ ব্যবস্থার ঘোষণা পর্ষদ সভাপতির

Date:

গত বছরই বায়োমেট্রিক (Biometric) নিয়ে অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education)। এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না পরীক্ষার্থীদের। তারা যেখানে বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে। পাশাপাশি থাকছে আরও একাধিক ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul)। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের প্রাথমিকের টেট।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকের যে টেট হয়েছিল সেই পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে বায়োমেট্রিক নিয়ে অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে বায়োমেট্রিকের জন্য পরীক্ষার আগে লম্বা লাইন পড়ায় ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। তাছাড়া পরীক্ষা শেষে বায়োমেট্রিক হয়নি বলেও অভিযোগ উঠেছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতার একটি স্কুলে পরীক্ষার আগে বায়োমেট্রিক করানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। শেষে পরীক্ষার পর প্রার্থীদের বায়োমেট্রিক করানো হয়। পাশাপাশি জেলার কয়েকটি কেন্দ্রেও এই ধরনের অভিযোগ উঠেছিল। মূলত এই সমস্ত কারণেই এবার বায়োমেট্রিক নিয়ে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখানেই শেষ নয়। পরীক্ষা কেন্দ্রে আরও একাধিক ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে জলের পাউচ দেওয়া হবে প্রার্থীদের। এছাড়া গতবার যে সমস্ত বিধিনিষেধ ছিল এবারও সেগুলিই থাকছে। সেগুলি হল ফেসিয়াল রেকগনিশন, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা, অলঙ্কার পরে না আসা প্রভৃতি। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সাফ জানিয়েছেন পর্ষদ সভাপতি।

 

 

 

 

Related articles

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

বাতিল জিনিসপত্রে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজ, ‘হুলুস্থুল’ কাণ্ড অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে!

অংশুমান চক্রবর্তীনাটক (Theatre) বলে জীবনের কথা। আবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু কল্পনার সমাহারে বিন্যাস হয় নাট্য ভাবনার। বার্তা...

যোগী রাজ্যে ফের ধর্ষণ, ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ফের নারী হেনস্থা। উত্তরপ্রদেশের আল্লাপুর (Allapur, UP) এলাকায় ভুট্টার ক্ষেত্রীকে মহিলার অর্ধনগ্ন দেহ...

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...
Exit mobile version