Thursday, November 6, 2025

বায়োমেট্রিক নিয়ে আর সমস্যা নয়! টেটে বিশেষ ব্যবস্থার ঘোষণা পর্ষদ সভাপতির

Date:

গত বছরই বায়োমেট্রিক (Biometric) নিয়ে অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education)। এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না পরীক্ষার্থীদের। তারা যেখানে বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে। পাশাপাশি থাকছে আরও একাধিক ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul)। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের প্রাথমিকের টেট।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকের যে টেট হয়েছিল সেই পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে বায়োমেট্রিক নিয়ে অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে বায়োমেট্রিকের জন্য পরীক্ষার আগে লম্বা লাইন পড়ায় ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। তাছাড়া পরীক্ষা শেষে বায়োমেট্রিক হয়নি বলেও অভিযোগ উঠেছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতার একটি স্কুলে পরীক্ষার আগে বায়োমেট্রিক করানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। শেষে পরীক্ষার পর প্রার্থীদের বায়োমেট্রিক করানো হয়। পাশাপাশি জেলার কয়েকটি কেন্দ্রেও এই ধরনের অভিযোগ উঠেছিল। মূলত এই সমস্ত কারণেই এবার বায়োমেট্রিক নিয়ে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখানেই শেষ নয়। পরীক্ষা কেন্দ্রে আরও একাধিক ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে জলের পাউচ দেওয়া হবে প্রার্থীদের। এছাড়া গতবার যে সমস্ত বিধিনিষেধ ছিল এবারও সেগুলিই থাকছে। সেগুলি হল ফেসিয়াল রেকগনিশন, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা, অলঙ্কার পরে না আসা প্রভৃতি। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সাফ জানিয়েছেন পর্ষদ সভাপতি।

 

 

 

 

Related articles

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...
Exit mobile version