Thursday, May 22, 2025

ভারতীয় বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আদবানির  ঝুলিতে যোগ হল আরও একটি সাফল্য। দোহায় আয়জিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ  জিতলেন তিনি। পঙ্কজের ২৬ তম খেতাব এটি। ফাইনালে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন সৌরভ কোঠারিকে  হারিয়ে সাফল্য পেলেন পঙ্কজ। ফলাফল ১০০০-৪১৬। গত বারও সৌরভকে হারিয়েছিলেন তিনি। জয়ের পর পঙ্কজ বলছেন, “ধারাবাহিকতাই সাফল্যের মূল মন্ত্র।”

প্রথম বিশ্ব খেতাবের স্বাদ পেয়েছিলেন ২০০৩ সালে। এই নিয়ে লং ফরম্যাটে নবম সাফল্য পেলেন। শুধু তাই নয়, পয়েন্ট ফরম্যাটে জিতেছেন আট বার। আর বিশ্ব টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এক বার। পঙ্কজের কাছে সাফল্যের মূল মন্ত্র ধারাবাহিকতা।খেতাব জয়ের পর তিনি বলেছেন, দেশের হয়ে পদক জেতা জীবনের অন্যতম অনুপ্রেরণা। আগেও জিতেছি, তাই এই আনন্দের অনুভূতিটা চেনা। আমার কাছে ধারাবাহিকতাটাই সব। বার বার জিততে পারাটা সব কষ্ট, সব পরিশ্রমকে সার্থক করে দেয়।

গত বারও পঙ্কজের কাছে হারতে হয়েছিল সৌরভকে। এ বার হারের পর সৌরভ বললেন, আমার সেমিফাইনাল প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলেছিল। ফলে ফাইনালের জন্য খুব বেশি সময় পাইনি। ক্লান্ত হয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম।

প্রসঙ্গত, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ধ্রুব সিতওয়ালাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সৌরভ। কিন্তু ফাইনালে আর ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর।

 

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version