মন খারাপের বিশ্বকাপ ফাইনালের (CWC final 2023) স্মৃতি এখনও তাড়া করছে। যদিও আগামিকাল সেই গ্রিন ব্যাগিদের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এবার ২০- ২০ (T 20) লড়াই। নতুন ক্যাপ্টেনকে নিয়ে তরুণ দল কেমন খেলবেন সেইদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পাশাপাশি নজর থাকবে IPL কর্তাদেরও। ক্রিকেট মরসুমের গ্ল্যামারাস আকর্ষণ যে ফের ফিরতে চলেছে। ২০২৪ সালেই নয়া সিজনে ধরা দেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian premier league)। সব দল ঘর গোছাতে ব্যস্ত। আর ঠিক সেই সময় বড় চমক দিলেন KKR এর মালিক (Shahrukh Khan)। কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে এবার অন্য ভূমিকায়।

KKR -এর ঘরে প্রাক্তন খেলোয়াড়। গৌতম গম্ভীর আর বিরাট কোহলি বিতর্ক ভারতের বিশ্বকাপ জয়ী দলের তারকাকে বারবার শিরোনামে এনে দিয়েছে। কিন্তু তাতে তাঁর ক্রিকেট দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার জায়গা নেই। ২০১১ সালের ফাইনালে গম্ভীরের অনবদ্য ৯৭ রান ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দিতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমনকি তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার KKR এ গৌতম ফিরলেন মেন্টর হয়ে। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে গম্ভীরের মস্তিষ্ক কাজে লাগবে কেকেআরের বলেই মনে করা হচ্ছে। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল KKR। গৌতমকে মেন্টর ঘোষণা করে শাহরুখ বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”
কিং খান পর্দায় যতই দাপুটে কামব্যাক করুন না কেন ক্রিকেট মাঠে নিজের দলের পারফরম্যান্স নিয়ে হতাশ হতে হয় তাঁকে। আইপিএলের গত কয়েক সিজনে এই দৃশ্য দেখতে দেখতে শাহরুখ বোধহয় ক্লান্ত। তাই তিনিও চাইছেন তাঁর সিনেমার মতোই প্রত্যাবর্তন হোক কলকাতা নাইট রাইডার্সের। নতুন দায়িত্বে পুরনো সংসারে ফিরে কি আবেগপ্রবণ গৌতম গম্ভীর? লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন মেন্টর বছেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।” আইপিএল ট্রফি জেতা প্রাক্তন অধিনায়ক এবার মেন্টার হিসেবে কলকাতাকে ট্রফি এনে দিতে পারবেন? আশায় বুক বাঁধছেন সমর্থকরা।
