Thursday, August 28, 2025

১১ দিন পেরলেও অধরা সমাধানসূত্র! উত্তরকাশীতে আ.টকে পড়া শ্রমিকদের শান্ত থাকার বার্তা উদ্ধারকারীদের

Date:

১১ দিন পেরিয়ে গেলেও উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া শ্রমিকদের (Workers) কোনও আশার আলো দেখাতে পারছেন না উদ্ধারকারীরা (Rescue Team)। বহু চেষ্টা করেও সঠিক রাস্তা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। এদিকে বুধবার আমেরিকার বিশেষ ড্রিলিং মেশিন (Drilling Machine) দিয়ে টানেলে গর্ত করার কাজ শুরু হয়েছে বলে খবর৷ আর সেই গর্ত দিয়েই ৪১ জন শ্রমিককে বাইরে বের করে আনার পরিকল্পনা করা হচ্ছে। ৫ দিক থেকে খননকাজ চালিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে মঙ্গলবারই ওয়াকিটকির সাহায্যে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা বলতে পেরেছেন উদ্ধারকারীরা। পাশাপাশি মঙ্গলবার রাতে ভেজ পোলাও এবং মটর পনির পাঠানো হয় বলে খবর। পাইপের ভিতর দিয়ে খাবার পৌঁছে যায় শ্রমিকদের কাছে। এদিকে ধৈর্য বজায় রাখতে শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে। আর সেকারণেই তাঁদের যোগা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

এদিকে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ কী ভাবে চলছে, কতটা কাজ এগিয়েছে সবকিছু জানতে ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দ্রুত বার করে আনা, নিয়মিত খাবার ও অক্সিজেন পৌঁছে দেওয়ার বিষয়েও পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অত্যাধুনিক ড্রিলিং মেশিন নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে। তবে যেখানে ড্রিল করে পাইপ ঢুকিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে সেই পাহাড়ের মাটি অত্যন্ত নরম সেকারণে নতুন করে যেকোনও সময় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই দ্রুত ড্রিল করার চেয়ে আরও বেশি সময় নিয়ে ড্রিল করে শ্রমিকদের জন্য পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

তবে উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন আটকে থাকা ৪১ শ্রমিক ও উদ্ধারকারী দলের মাঝে কেবল ৪০ মিটারের পুরু ধ্বংসাবশেষ রয়েছে। এই ধ্বংসাবশেষ ড্রিল করতে পারলেই উদ্ধার করে আনা যাবে শ্রমিকদের। কিন্তু এক্ষেত্রে হিমালয় অঞ্চলের মাটির প্রকৃতি থেকে শুরু করে টপোগ্রাফি সহ একাধিক বিষয় রয়েছে, যা উদ্ধারকাজকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ করে তুলছে।

 

 

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version