Sunday, August 24, 2025

উত্তরকাশীর নির্মীয়মান সুরঙ্গের ধসে গত ১০ দিন ধরে আটকে থাকা প্রায় ৪০জন শ্রমিককে উদ্ধার করার জন্য এবার কয়লা মন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়া ডিরেক্টর ইসিএল-এর সঙ্গে যোগাযোগ করল। জানা গিয়েছে, ১৯৮৯ সালে রানিগঞ্জের মহাবীর কোলিয়ারিতে কয়েকশো ফুট নিচে খনির ভিতরে থাকা ৬৫ জন শ্রমিককে ৩ দিন পর যেভাবে উদ্ধার করা হয়েছিল, সেই বিষয়টিও উত্তরকাশীর উদ্ধারকার্যে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগানোর জন্য ভাবনা-চিন্তা শুরু হয়েছে। ফলে এই উদ্ধার কাজে বাংলাই এখন ভরসা কয়লা মন্ত্রকের।

১৯৮৯ সালে রানিগঞ্জের মহাবীর কয়লা খনিতে যে সুরঙ্গ নতুন করে তৈরি করে ক্যাপসুল নামানো হয়েছিল তা কীভাবে হয়েছিল এবং কোন ড্রিল মেশিনে তা করা হয়েছিল বা সেই ড্রিল মেশিন কোথা থেকে এসেছিল এই সমস্ত বিষয়গুলি তিনি জানতে চেয়েছিলেন কোল ইন্ডিয়া ডিরেক্টর। ইসিএল কর্তৃপক্ষ সমস্ত বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি সেই বিশেষ ড্রিল মেশিনটি আসানসোলের যে বেসরকারি সংস্থা সরবরাহ করেছিল তাদের সঙ্গেও কথা বলে। ইতিমধ্যে এখানকার অভিজ্ঞ কর্মীরা উত্তরকাশী পৌঁছে গিয়েছেন।

ইতিমধ্যে উত্তরকাশীর নির্মীয়মান সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। ১০ দিনের উপর আটকে থাকা শ্রমিকরা এখনও পর্যন্ত আপাতত সুস্থ আছেন বলেই মনে করা হচ্ছে। শ্রমিকরা যেখানে আটকে রয়েছে সেখান পর্যন্ত পাঁচটি আলাদা পথ তৈরি করা হচ্ছে। ২টি পথের ড্রিলিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সবমিলিয়ে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের উদ্ধার কাজে ভরসা সেই বাংলাই।

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version