প্রাথমিক নিয়োগ মামলায় এবার বিভাস অধিকারীর (Bibhas Adhikari) থেকে সম্পত্তির (Property) হিসাব চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সূত্রের খবর, বিভাসের নামে কোথায় কতগুলি বাড়ি, কতগুলি গাড়ি রয়েছে সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি আশ্রমের নামেও বিভাসের কোথায় কত জমি রয়েছে, তাও জানাতে নির্দেশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যেই বিভাসের আশ্রমের সব নথি ও আয়ুর্বেদ ওষুধ ব্যবসার নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
তদন্তকারীরা মনে করছেন, বিভাস অধিকারীর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। কিন্তু তার সিকিভাগই দেখিয়েছেন তিনি। বাকিটা আড়াল করে রেখেছেন। সেটাই এবার দেখতে তৎপর সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, গত সপ্তাহেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন বিভাস। সে সময়েই তাঁর কাছে তাঁর নামে থাকা সম্পত্তির তথ্য চাওয়া হয়েছিল। আধিকারিকদের কাছে সে তথ্য জমাও দেন বিভাস। তবে সেগুলি খতিয়ে দেখার পরও তদন্তকারীদের মনে হয়েছে, তাঁদের যা দেখানো হয়েছে, তার থেকেও বিভাসের আরও অনেক সম্পত্তি রয়েছে। সেগুলিরই খোঁজ পেতে চাইছেন তাঁরা।