Thursday, August 21, 2025

ক্রিকেটে দু.র্নীতি, ছ’বছরের জন‍্য নি.র্বাসিত বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ক্রিকেটার

Date:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই রেশ কাটতে না কাটতেই ক্রিকেটে দুর্নীতির কালো ছায়া। যেই অভিযোগে অভিযুক্ত হয়ে ৬’বছরের জন‍্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। এদিন এমনটাই জানান হয় আইসিসির তরফ থেকে।

এদিন আইসিসির তরফ থেকে জানান হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতির অপরাধ করেছিলেন স‍্যামুয়েলস। এবছরের আগস্ট মাসে সেই দুর্নীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন স্যামুয়েলস। চারটি ধারা ভাঙার কারণে নির্বাসিত হয়েছেন স্যামুয়েলস। মোট ছয় বছরের জন্য নির্বাসিত হবেন স্যামুয়েলস, যা শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। যেই চারটি ধারা ভাঙা কারণে নির্বাসিত হয়েছেন স‍্যামুয়েলস, সেগুলো হলো, *) জুয়াড়িদের থেকে উপহার, অর্থ বা অন্যান্য সুবিধা নেওয়া এবং সেটি দুর্নীতিদমন শাখার আধিকারিকদের থেকে লুকিয়েছেন। *) ৭৫০ মার্কিন ডলারের বেশি আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও সেটি না জানানো। *) দুর্নীতিদমন শাখার আধিকারিকদের তদন্তে সহযোগিতা না করা। *) দুর্নীতিদমন শাখার তদন্তে প্রয়োজনীয় তথ্য না দেখিয়ে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছেন মার্লন স্যামুয়েলস। ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন স্যামুয়েলস। ১৮ বছর দেশের হয়ে খেলার পর গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিভিন্ন ফর্ম‍্যাটে ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন:বিরাট-রোহিতদের সঙ্গে ইরফানের ছেলে-ভাগ্নেরা, গর্বিত ভারতের প্রাক্তন ক্রিকেটার

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version