Thursday, August 21, 2025

“আমার বাড়িও ভে.ঙে দেওয়া হোক”: বে.আইনি নির্মাণ মামলায় চ.রম ক্ষু.ব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

রাজ্যে বেআইনি নির্মাণ (Illegal construction) একেবারেই বরদাস্ত নয়। বৃহস্পতিবার নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন মামলার শুনানি চলাকালীন তিনি সাফ জানান, তাঁর নিজের বাড়িও যদি বেআইনি ভাবে তৈরি করা হয়, তাহলে সেটিও ভেঙে ফেলা হোক। হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার প্রসঙ্গে এমনই মত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

দিনকয়েক আগেই হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। আগেই ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। এরপরই মামলাকারীরা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গেলেও ওই রায় বহাল থাকে। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ সেই নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দেন। শুধু তাই নয়, নির্মাণকারী পার্থ ঘোষকে দুপুর সাড়ে তিনটের মধ্যে এজলাসে হাজির করানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, হাওড়ার লিলুয়ায় এক প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালত আগেই সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মামলাকারী সন্ধ্যা ঘোষের অভিযোগ, আদালতের নির্দেশের পরেও সেই নির্মাণ ভাঙা হয়নি।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version