বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। নেতাজি ইন্ডোরের সভায় আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এদিনের সভায় মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমার বাবার সঙ্গেও অত্যাচার হয়েছে। আমরা সিপিএমের অত্যাচার দেখেছি। বিজেপি তাদের থেকেও ভয়ঙ্কর।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সমস্ত আদিবাসী ভাইবোনেরা গর্জে উঠুন।আদিবাসী মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তা এর আগে কোনওদিন কেউ করেনি।
আদিবাসীদের উন্নয়নে রাজ্যের তৃণমূল সরকার সদা সচেষ্ট। মুখ্যমন্ত্রীর সদর্থক মনোভাব আদিবাসীদের নতুন করে বেঁচে থাকার পথ দেখিয়েছে।