হাতে সময় কম, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) বৈধতা সংক্রান্ত মামলার শুনানিতে এবার নতুন বেঞ্চ তৈরি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Kumar)।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানায় যে কেন্দ্রীয় সরকার এই মামলায় নিজেদের পক্ষে যুক্তি পেশ করার জন্য আরও সময় চেয়েছিল। অথচ বিচারপতি কৌল আগামী ২৫ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রায়দান সম্ভব হবে না। সেই কারণেই প্রধান বিচারপতির থেকে অনুমতি নিয়ে এবার নতুন বেঞ্চ গঠন করতে হবে।

আজ তিন বিচারপতির বেঞ্চ জানায়, সলিসিটর জেনারেল সরকারের বক্তব্য পেশ করতে সময় চেয়েছেন। তবে সেই সময় দেওয়ার পরে এই বেঞ্চের কাছে চূড়ান্ত আদেশ ঘোষণা করার জন্য কোন সময় থাকবেনা।কারণ বেঞ্চের একজন বিচারপতি অবসর গ্রহণ করবেন। সেক্ষেত্রে বেঞ্চ পুনর্গঠন করা ছাড়া অন্য কোন উপায় নেই। পিএমএলএ বৈধতাকে চ্যালেঞ্জ করা আবেদনকারীদের এর আগে দুদিন শুনানি হয়ে। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল জানান, কিছুটা ভারাক্রান্ত মন নিয়েই এমন আদেশ দিতে হচ্ছে।
