Sunday, August 24, 2025

সিল্কিয়ারা থেকে শিক্ষা! চাপে পড়ে দেশের সব নির্মীয়মাণ সুড়ঙ্গের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত মোদি সরকারের

Date:

উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে (Uttarkashi) সিল্কিয়ারা সুড়ঙ্গে (Tunnel) ধস নামার পরই টনক নড়ল মোদি সরকারের (Modi Govt)। এবার দেশের সবকটি নির্মাণাধীন সুড়ঙ্গের স্বাস্থ্য পরীক্ষা করার সিন্ধান্ত নিল ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। এনএইচএআই জানিয়েছে, দেশে এই মুহূর্তে ২৯টি নির্মীয়মাণ সুড়ঙ্গ রয়েছে। এই সবকটি সুড়ঙ্গের সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখবে তাঁরা।

সূত্রের খবর, এনএইচএআই কর্তারা, দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের একটি বিশেষজ্ঞ দল অন্যান্য সুড়ঙ্গ বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে, নির্মীয়মাণ সুড়ঙ্গ প্রকল্পগুলি পরিদর্শন করবেন এবং সাত দিনের মধ্যে সরকারকে রিপোর্ট জমা দেবেন। তবে এই নির্মীয়মাণ ২৯টি সুড়ঙ্গের ১২টিই তৈরি হচ্ছে হিমাচল প্রদেশে। এছাড়া, জম্মু ও কাশ্মীরে ৬টি, মহারাষ্ট্র, ওড়িশা ও রাজস্থানে দুটি করে এবং মধ্য প্রদেশ, কর্নাটক, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, এবং দিল্লিতে একটি করে সুড়ঙ্গ তৈরি হচ্ছে। সবকটাতেই চলবে পরীক্ষা। ইতিমধ্যে সুড়ঙ্গের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এনএইচএআই।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও তা বার বার ব্যর্থ হয়েছে। সুড়ঙ্গের যে অংশে শ্রমিকেরা আটকে আছেন, কিছুতেই সেখানে পৌঁছতে পারছিলেন না উদ্ধারকারীরা। গত ১২ দিন ধরে বদ্ধ সুড়ঙ্গেই আটকে আছেন শ্রমিকেরা।

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version