Sunday, November 9, 2025

উবর মোটো, উবর গো, উবর প্রিমিয়ারের পরে এবার উবর শাটল। রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার রাস্তায় এবার পাওয়া যাবে উবরের যাত্রিবাহী বাস পরিষেবাও। অ্যাপ-নির্ভর এই বেসরকারি পরিবহণ সংস্থা সামনের দু’বছরের মধ্যে মহানগরে অন্তত ১০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করতে চলেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৪ কোটি টাকা। উবরের এই উদ্যোগে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে সংস্থা।

উবর অ্যাপ ক্যাবের মতোই বাসের অবস্থান ট্র্যাক করতে পারবেন যাত্রীরা। খুচরো নেই? কন্ডাক্টরের সঙ্গে তর্কাতর্কি শুধু সময়ের অপেক্ষা? তেমন আশঙ্কারও কোনও কারণ নেই। থাকবে অ্যাপের মাধ্যমে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা।

বেসরকারি বহুজাতিক পরিবহন সংস্থা উবের কলকাতায় নিজেদের অ্যাপ নির্ভর বাস পরিষেবা শুরু করছে। সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে রাজ্য পরিবহন নিগমের সঙ্গে ওই বহুজাতিকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী বছরের মার্চ মাস থেকে ওই সংস্থার বাস পথে নামবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, প্রথম দফায় মোট ৬০টি বাস নামানো হবে । প্রতিটি বাসে ৩০টি করে আসন থাকবে । সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হবে চলবে রাত ১০টা পর্যন্ত। ক্যাবের মতোই অ্যাপ মাধ্যমে বাসগুলো বুক করা যাবে। তবে সূত্রের খবর, এখনই এই পরিষেবা শুরু হচ্ছে না। পরিষেবা শুরু হতে হতে ২০২৪ সালের মার্চ মাস। ২০২৫ সালের মধ্যেই পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করবে উবের, এমনটা জানা গিয়েছে।

সংস্থার লক্ষ্য, কলকাতার বিভিন্ন ব্যবসায়ীক কেন্দ্র ও অফিস এলাকা থেকে নির্দিষ্ট পরিষেবা চালু করে আগে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া। এরপর তা ছড়িয়ে পড়বে অন্যত্র।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version