Tuesday, November 11, 2025

দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত রিঙ্কু, ম‍্যাচ শেষে বললেন, ‘নিজের উপর ভরসা ছিল’

Date:

গতকাল প্রথম টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ২ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন ঈশান কিষাণ-সূর্যকুমার যাদব। অজিদের ২০৮ রানের টার্গেটে জয়ের রাস্তা নিয়ে যেতে সাহায্য করেন ঈশান-সূর্য। আর এই জয়ে ফিনিশিং টাচ দেন রিঙ্কু সিং। টি-২০ ক্রিকেটে যেন নতুন ফিনিশার হয়ে উঠেছেন তিনি। ১৪ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু। দলের হয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কী।

ম‍্যাচ শেষে রিঙ্কু বলেন,” যে পজিশনে নেমেছিলাম ওই পজিশনেই বরাবর খেলি। তাই চাপ নেওয়া অভ্যেস হয়ে গিয়েছে। গতবারের আইপিএলে আপনারা দেখেছেন ওই জায়গাতেই নেমেছি এবং ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছি। আমি সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখি। মনে করতে থাকি যে শেষ এক-দু’ওভারে কাজ হয়ে যাবে। একবারও মনে হয়নি ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। নিজের উপরে ভরসা ছিল। এর আগে অনেকবার এই কাজ করেছি।”

শন অ্যাবোটের শেষ বলে রিঙ্কু ছয় মারলেও সেটি নো বল হয়। ফলে ওই ছয় রান রিঙ্কুর নামের পাশে যোগ হয়নি। এই নিয়ে প্রশ্ন করা হলে রিঙ্কুর বলেন, “কিছু না ভেবেই ছক্কা মেরেছিলাম। সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম ম্যাচ জিতে গিয়েছি। পরে দেখলাম ওটা নো বল হয়ে গিয়েছে। তাই রানটা পাইনি। তবে ম্যাচটা জিততে পেরেছি এটা ভেবেই ভাল লাগছে। আর কিছু চাই না।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেয়ে কী বললেন সূর্য?

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version