Monday, May 5, 2025

রাজস্থানে ভোটের আগের দিনও গেহলট-পাইলেট দ্ব.ন্দ্ব, মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ধোঁয়াশা কংগ্রেসে

Date:

রাত পোহালেই মরুরাজ্য বিধানসভা ভোট। বৃহস্পতিবার, ছিল প্রচারের শেষ দিন। কংগ্রেস শাসিত রাজস্থানে মুখ্যমন্ত্রীর মুখ কী অশোক গেহলটই? এই নিয়ে শেষবেলাতেও ধোঁয়াশা কাটেনি। অশোক গেটলটের (Ashok Gehalot) পাশাপাশি নাম উঠে আসছে তাঁর বিরোধী শিবিরে শচীন পাইলটেরও (Sachin Pilot)। এই পরিস্থিতিতে কংগ্রেস (Congress) হাইকম্যান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানাচ্ছে দুই শিবির।

শনিবার রাজস্থানের ২০০ আসনে ভোট। এক দফাতেই হবে ভোটগ্রহণ। কংগ্রেস (Congress) ফের ক্ষমতায় এলে অশোক গেহলটকই আবার মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, শচীন পাইটল। কংগ্রেস ছেড়ে যেতে যেতেও থেকে গিয়েছেন তিনি। চলতি সরকারে শচীন উপমুখ্যমন্ত্রী। এবার তাঁর হাতেই ব্যাটন তুলে দিতে পারেন সোনিয়া-রাহুল গান্ধীরা। তবেস দলের তরফে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে তুলে ধরা করা হয়নি। এই পরিস্থিতিতে অশোক গেহলটের মন্তব্য “হাইকম্যান্ড যা চেয়েছেন বরাবর সেই ভূমিকাই পালন করেছেন তিনি। আমি কখনওই নিজে দাবি জানাইনি। হাইকম্যান্ড আমাকে যা বলবেন তাই করব।” গেহলটের মন্তব‌্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ৩ ডিসেম্বর ভোট গণনা। সেদিনই স্পষ্ট হবে কে বসবেন মরুরাজ্যের গদিতে।


Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...
Exit mobile version