Monday, November 3, 2025

ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলাকে অ.পসারণের দাবিতে জোড়া মামলা হাই কোর্টে, আজই শুনানির সম্ভাবনা

Date:

ফের সংবাদ শিরোনামে উঠে এল ঝালদা পুরসভা (Jhalda Municipality)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে ওই পুরসভায় চেয়ারপার্সন পদে রয়েছেন শীলা চট্টোপাধ্যায় (Sheela Chatterjee)। এবার তাঁর অপসারণ চেয়ে ফের মামলা হল হাই কোর্টে। তবে একটি নয়, শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এক জোড়া মামলা হয়েছে বলে খবর। এর মধ্যে একটি মামলা করেছেন মৃত কাউন্সিলরের স্ত্রী তথা বর্তমান কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুও। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে। গত পুর ভোটে তৃণমূল ও কংগ্রেস মোট ৫টি করে আসন পেয়েছিল। বাকি ২টি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী শীলা চট্টোপাধ্যায় ও সোমনাথ কর্মকার। তাঁদের সমর্থন নিয়ে প্রথমে বোর্ড গঠন করেছিল তৃণমূল। পরে একে একে ওই দুজনই সমর্থন প্রত্যাহার করে নেন। এরপর নির্দল কাউন্সিলর সোমনাথ যোগ দেন কংগ্রেসে, আনাস্থাও আনে কংগ্রেস। আর তারপরই শীলা চট্টোপাধ্যায়ের নাম চেয়ারপার্সন হিসাবে ঘোষণা করে কংগ্রেস। তবে এই প্রথম নয়, শীলা চট্টোপাধ্যায়কে নিয়ে মামলা হয়েছে আগেও। তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন ঝালদার মহকুমা শাসক। সেই ইস্যুতে মামলা হলে ডিভিশন বেঞ্চ অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। আর এবার সেই চেয়ারপার্সনকে সরানোর দাবিতে দায়ের মামলা।

 

 

 

 

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version