Saturday, August 23, 2025

আদালত অ.বমাননার অভিযোগ! কলকাতা হাই কোর্টে হাজিরা রাজ্য নির্বাচন কমিশনারের

Date:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার Rajiv Sinha) বিরুদ্ধে। আর সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। শুক্রবার ওই মামলার শুনানিতে হাই কোর্টে সশরীরে হাজিরা দিলেন রাজীব। উল্লেখ্য, গত শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আর তার জেরেই এদিন সকালে আদালতে উপস্থিত হন তিনি। তবে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে উত্তর দেওয়ার সময় দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ রাজীবকে উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বলে খবর। আগামী বছরের ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

তবে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সাফ জানান, আদালত প্রয়োজন মনে করলে ফের ডেকে পাঠাতে পারে রাজ্য নির্বাচন কমিশনারকে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এই রুল জারি করে আদালত।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে গত ডিসেম্বরে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি। শুভেন্দুর অভিযোগ ছিল, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। এরপরই প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version