অজিদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেয়ে কী বললেন সূর্য?

অজিদের হারিয়ে সূর্যকুমার বলেন,"ছেলেরা যেভাবে চাপ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যি প্রশংসনীয়। ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ কোনও ভাবেই হারতে চাইনি।

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে জয় পায় ভারতীয় দল। ভারতের টি-২০ ক্রিকেটর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে সূর্যকুমারের দল। এই ম‍্যাচ জিতলেও এখনও বিশ্বকাপের হার খোঁচা দেয় সূর্যকুমার যাদবকে। ম‍্যাচ শেষে যেন সেই কথাই উঠে এল ভারত অধিনায়কের কথায়।

অজিদের হারিয়ে সূর্যকুমার বলেন,”ছেলেরা যেভাবে চাপ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যি প্রশংসনীয়। ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ কোনও ভাবেই হারতে চাইনি। দেশকে জেতানো সত্যি গর্বের। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাই আমার কাছে বিরাট প্রাপ্তির। এবার অধিনায়ক হিসেবে দেশকে একটি ম্যাচ জেতানোর আনন্দ কী রকম হতে পারে এ বার উপলব্ধি করতে পারছি। আশা করি এই ছন্দেই এগিয়ে যাব।”

এরপরই রিঙ্কু এবং ঈশান কিষাণের প্রশংসা করেন সূর্য। ওদের প্রশংসা করে সূর্য বলেন,”রিঙ্কুর প্রশংসাও করেন সূর্য। বলেন, ‘‘ওর মতো বুদ্ধিমান ব্যাটসম্যান খুব একটা দেখা যায় না। একেবারে অঙ্ক কষে ব্যাট করে। ঈশানকে বলেছিলাম লক্ষ্য নিয়ে একেবারে চিন্তা করিস না। আমরা ভাল ক্রিকেট উপহার দেব। দ্রুত রান করব। তাহলে জয়ের কাছে যেতে পারব। শুরুতেই বড় লক্ষ্য দেখে চাপে পড়ে যাওয়ার কোনও মানে হয় না।”

আরও পড়ুন:অবসরের ঘোষণা ডি মারিয়ার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

 

Previous articleসিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও! শর্তসাপেক্ষে ধর্মতলায় বিজেপিকে সভার অনুমতি হাই কোর্টের
Next articleআমডাঙার তৃণমূল প্রধান খু.নে গ্রে.ফতার আরও ১